নৌকার ধাক্কায় ভাঙল সেতু ; যেন ২২ বছরের সরকারি অনিয়মেরই প্রতিচ্ছবি

0
1325
নউকার ধাক্কায় ভাঙল সেতু : যেন ২২ বছরের সরকারি অনিয়মেরই প্রতিচ্ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ-কৃষ্ণনগর খালের ওপর নির্মিত সেতুটিতে ছিলনা কোন সংযোগ সড়ক। এভাবে চলাচলের অনুপযোগী হয়েই ২২ বছর পড়ে ছিল সেতুটি। এই ২২ বছরে দেশে সরকার পরিবর্তন হয়েছে ৩ বার, শেষ পরিবর্তনের পর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আজ ১৩ বছর!
এই দীর্ঘ সময়ের পরিক্রমায় কোন সরকারের আমলেই সেতুটিকে চলাচলের উপযোগী করতে কোন উদ্যোগ নেওয়া হয়নি।

অবশেষে শুক্রবার সকালে ইটবোঝাই একটি নৌকার ধাক্কায় মাঝখান দিয়ে পুরোপুরি ভেঙে যায় সেতুটি। খবর – যুগান্তর।
উল্লেখ্য, ২২ বছর আগে এই আওয়ামীলীগ সরকারের আমলেই নির্মিত হয়েছিল সেতুটি।

সারা দেশ জুড়েই সংযোগ সড়কের অভাবে অকেজো হয়ে পড়ে নষ্ট হচ্ছে এমন অসংখ্য সেতু, যাতে গচ্চা যাচ্ছে জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, এসব প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত কাজে ক্ষমতাসীন দলের লোকজনই জড়িত থাকে। তাই এভাবে সরকারি অর্থ অপচয়ের একের পর এক ঘটনা চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই যেন করার নেই অসহায় দেশবাসীর।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাঞ্জশিরে চলছে তুমুল লড়াই, ৮ টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছেন তালিবান মুজাহিদিন
পরবর্তী নিবন্ধহ্যারিকেন ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি আমেরিকায়, নিহত ৪৫ এর অধিক।