বিপদ যেন পিছু ছাড়ছে না আমেরিকার। একের পর এক সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ের পর এবার প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পরেছে দেশটি।
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের চার অঙ্গরাজ্যে হ্যারিকেন ইডা ও এর প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, এই জলবায়ু সংকট মোকাবিলায় ঐতিহাসিক বিনিয়োগের প্রয়োজন হবে। খবর – ওয়াশিংটন পোস্ট ও আমাদের সময়।
নিউ ইয়র্ক সিটি এবং নিউ জার্সিতে অভূতপূর্ব মাত্রার বৃষ্টিপাত হয়েছে। বহু বাসিন্দা বাড়ির বেজমেন্ট এবং গাড়িতে আটকা পড়েছে। চারটি অঙ্গরাজ্যে প্রাণহানি ঘটেছে। এছাড়া পেনসিলভানিয়ায় তিনজন এবং কানেকটিকাটে আরও একজনের মৃত্যু হয়েছে।
নিউ জার্সি গভর্নর ফিল মারফি জানিয়েছে তার রাজ্যে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই পানি বাড়ার সঙ্গে সঙ্গে গাড়িতে আটকা পড়ে মারা যায়। নিউ ইয়র্কে মৃত্যু হয়েছে দুই বছরের শিশুসহ অন্তত ১৪ জনের। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে পানিবন্দী বেজমেন্টে আটকা পড়ে।
এই আমেরিকাই গত ২৯ আগস্ট কাবুলে ড্রোন হামলা চালিয়ে ২ থেকে ১০ বছর বয়স্ক ছয়জন শিশু সহ মোট দশজন নিরীহ মুসলিমকে হত্যা করেছিলো।
বিশেষজ্ঞরা এখন বলছেন, একের পর এক সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ধাক্কার পর এ জাতীয় প্রাকৃতিক বিপর্যয় বৈশ্বিক পরাশক্তি হিসেবে আমেরিকার পতনকে ত্বরান্বিত করবে।