বুর্কিনা ফাসোর উত্তরে সেনা বাহিনীর উপর এক বোমা হামলার ঘটনায় দেশটির ৫ সেনা নিহত ও ১ সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর উত্তরাঞ্চলের মেন্টাও শহরের কাছে এই হামলার ঘটনা ঘটেছে। যেখানে টহলরত সেনাবাহিনীর একটি কনভয় হামলার লক্ষ্যবস্তু হয়।
সূত্রটি জানায়, কনভয়টি উক্ত এলাকা হয়ে যাওয়ার সময় হাতে তৈরি বিস্ফোরক যা আগে থেকেই রাস্তায় স্থাপন করে রাখা হয়েছিল, সেটি বিস্ফোরিত হয়েছিল।
বুর্কিনা ফাসোর সেনাবাহিনী ঘোষণা করেছে যে, এই হামলায় তাদের ৫ সৈন্য নিহত এবং অপর ১ সৈন্য আহত হয়েছে।
জানা গিয়েছে, আল কায়েদার পশ্চিম আফ্রিকা শাখা জামায়াত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনেরর সঙ্গে সংশ্লিষ্ট মুজাহিদিন যারা এই এলাকায় বর্তমানে সক্রিয় রয়েছেন, তাঁরা বরকতময় এই হামলাটি চালিয়েছেন।