এবার দখলদার ইসরাইল ইসলামের অন্যতম পবিত্র স্থান আল-আকসায় ইহুদি ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলক ভ্রমণের নির্দেশনা জারি করেছে।
মিডলইস্ট আই এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় ইসরাইলের শিক্ষা কারিকুলামে এতোদিন জেরুজালেম ও আল-আকসা মসজিদের ইতিহাস পাঠ ঐচ্ছিক ছিল, এখন থেকে তা বাধ্যতামূলক করা হবে।
ইহুদিরা পবিত্র আল-আকসা মসজিদকে মনে করে তাদের কথিত টেম্পল মাউন্ট। তারা মাসজিদুল আকসা ভেঙ্গে টেম্পল মাউন্ট নির্মাণ করতে চায়। আর এ জন্যই তাদের সন্তানদের মসজিদুল আকসা, জেরুজালেম ও ইহুদিদের ইতিহাস পাঠ বাধ্যতামূলক করার উদ্যোগ নিতে চলেছে দখলদার ইহুদিরা।
ইসরাইলি সংসদ ‘নেসেট’ গত নভেম্বরের শেষদিকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করে। তাদের শিক্ষা মন্ত্রণালয়কে ছাত্র-ছাত্রীদের আল-আকসা মসজিদ ভ্রমণ ও এর ইতিহাস পাঠ বাধ্যতামূলক করার নির্দেশনা দেয়া হয়।
এ নির্দেশনা জারির পর মাত্র ৮ দিনে ১,৮১৬ ইহুদি পবিত্র আল-আকসা মসজিদটিতে ভ্রমণ করেছে। এ ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কেননা বর্বর ইহুদিদের সকল ষড়যন্ত্র-ই সুদূরপ্রসারী। গত কয়েকটি ঘটনায় দেখা যায় ইসরাইল যখনই কোন না কোন কূটকৌশল অবলম্বন করেছে এর আগে থেকেই এ কাজ শুরু করেছে।
https://archive.org/download/aqsa2/aqsa2.png
গত রমজান মাসে গাজায় হামলা এর একটি অন্যতম প্রমাণ। হামলার আগে মুসলিমদের উসকানি দিতে বার বার নামাজরত মুসল্লীদের হামলা চালানো হয়েছিল।
এছাড়াও জেরুজালেম ও পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি গড়ে গড়ে তোলার জন্য বহু আগে থেকেই ফিলিস্তিনিদের বাড়ি-ঘর ধ্বংস শুরু করেছিল। সম্প্রতি ইসরাইল আরও ৩ হাজার নতুন বসতি নির্মাণের ঘোষণা দেয়।
ইসরাইলের এ কূটকৌশল শেষ পর্যন্ত কী হতে পারে তা যে কোন মুসলিমের কাছেই অনুমেয়। তবে আশংকার বিষয় হচ্ছে ইসরাইল যখন আল-আকসা ভেঙে টেম্পল মাউন্ট নির্মাণের স্বপ্ন দেখছে, মুসলিম ছাত্র-ছাত্রীরা তখন পাবজি-ফ্রি ফায়ার খেলায় মত্ত আছে।
তথ্যসূত্র:
======
১। Israel parliament pushes for school trips to al-Aqsa to learn about Jewish heritage-
https://tinyurl.com/m2nt3xwd
২। 1816 extremist Israeli settlers broke into the Al-Aqsa Mosque in 8 days, watchdog says-
https://tinyurl.com/mrxy75fu