ঝাড়খণ্ডে আইন পাশের পরেই মুসলিম যুবককে গাছে উল্টো ঝুলিয়ে নির্যাতন

মাহমুদ উল্লাহ্‌

0
1508
ঝাড়খণ্ডে আইন পাশের পরেই মুসলিম যুবককে গাছে উল্টো ঝুলিয়ে নির্যাতন

ভারত জুড়ে মুসলিম নির্যাতনের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। মুসলিম নিধনের এ কালো ঝড় যেন সবকিছু লণ্ডভণ্ড করার আগ পর্যন্ত থামবে না।

মুসলিমদের বোকা বানাতে ঝাড়খণ্ডে মব লিঞ্চিং-এর আইন বিধানসভায় পাশ করা হয়েছে। অথচ এই আইন পাশ হওয়ার পরই পালামুতে হিন্দু উগ্র জনতার ভয়ঙ্কর চেহারা সামনে এসেছে।

হিন্দু যুবতির সাথে প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে সাজিদ নামে এক মুসলিম যুবককে উল্টো করে গাছে ঝুলিয়ে রেখে নির্যাতন করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। যুবকের গোঙানিতে পরিবেশ ভারি হয়য়ে এলেও তার প্রতি দয়া দেখায়নি কেউ। হাত জোর করে ক্ষমা চাওয়ার পরেও তাকে কেউ মুক্ত করেনি।

এ ঘটনায় আবারো প্রমাণিত হল যে, মানবরচিত ঠুনকো আইন দিয়ে মুসলিম বিদ্বেষের হিন্দুত্ববাদী আগুনকে নিভানো যাবে না। শুধুমাত্র হিন্দুত্ববাদের এই বিষবৃক্ষকে সমূলে উপড়ে ফেলার মাধ্যমেই উপমহাদেশকে হিন্দুত্তবাদের এই অভিসাপ থেকে মুক্তও করা সম্ভব বলে মনে করেন হক্কানী উলামাগণ।

তথ্যসূত্র:
——
১। টুইটার ভিডিও লিংক –
https://tinyurl.com/3sthde35

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅভিজিৎ রায় : এক নিকৃষ্ট ব্যক্তির জীবনবেদ ও মিডিয়ার কারসাজি
পরবর্তী নিবন্ধএবার ধর্মযুদ্ধ ও মুসলিম গণহত্যার প্রকাশ্য আহবান হিন্দুত্ববাদী নেতাদের