হিজাব পরে কলেজে আসায় গেরুয়া সন্ত্রাসীদের নিপীড়নের শিকার মুসলিম ছাত্রীর প্রতিবাদ

মাহমুদ উল্লাহ্‌

0
1152
হিজাব পরে কলেজে আসায় গেরুয়া সন্ত্রাসীদের নিপীড়নের শিকার মুসলিম ছাত্রীর প্রতিবাদ

গত বছরের ডিসেম্বর মাস থেকে বিজেপি শাসিত কর্ণাটকের কলেজগুলোতে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে তুমুল বিতর্ক চলছে। গত কয়েক দিনে তা চরমে পৌঁছেছে। হাই কোর্টে উঠেছে মামলা। এরই মধ্যেই প্রকাশ্যে এসেছে হিজাব পরা এক মুসলিম ছাত্রীকে ঘিরে ধরে তাকে উত্যক্ত করা ও গেরুয়া সমর্থকদের জয়শ্রীরাম স্লোগান দেওয়ার ভিডিও।

ঘটনাটির বিবরণে জানা যায়, গতকাল মঙ্গলবার (০৮/০২/২২) কর্ণাটকের একটি কলেজে মুসলিম ছাত্রীকে হেনেস্থার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে একদিকে গেরুয়া উত্তরীয় পরা উগ্র হিন্দুত্ববাদী ছাত্রদের দল, আরেক দিকে একা হিজাব পরা একজন সাহসী মুসলিম কলেজ ছাত্রী। গেরুয়া উত্তরীয় পরা উন্মত্ত দলটি ঐ মুসলিম ছাত্রীকে একরকম ঘিরে ফেলে তীব্র চিৎকার করছে – জয় শ্রী-রা-ম, জয় শ্রী-রা-ম! কান ফাটানো সেই চিৎকারে কলেজ চত্বরের আর কোনও শব্দই শোনা যাচ্ছিল না তখন।

হিজাব পরা ঐ মুসলিম ছাত্রী তবুও দমে যাননি। একাই দ্রুত গতিতে কলেজের দিকে এগিয়ে চলেছে। সাথ তাদের জয়শ্রীরাম ধ্বনির বিপরীতে একাই চিৎকার করে “আল্লাহু আ-ক-বা-র” বলে তাকবীর দিচ্ছিলেন।

পরে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে ওই কলেজ ছাত্রী জানায়, “আমি কলেজে আসছিলাম। একদল হিন্দু ছাত্র আমাকে কলেজে ঢুকতে দিচ্ছিল না। ওরা বলে, বোরখা পরা থাকলে কলেজে ঢুকতে দেবে না।”

ভারতের কর্ণাটকে মুসলিম বোনেরা একে একে সব কলেজেই প্রবেশের অধিকার হারাচ্ছে। অন্যদিকে, গেরুয়া সন্ত্রাসীরা প্রকাশে ক্যাম্পাসে মহড়া চালাচ্ছে।

আজই কর্ণাটকের কলেজের আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, একদল হিন্দু ছাত্র কলেজ চত্তরে একটি গেরুয়া পতাকা টানায়। ওই ছাত্ররা জাতীয় পতাকা নামিয়ে গেরুয়া পতাকা টানিয়েছে।

বেশকিছু দিন ধরেই হিজাব পরিধান করে আসায় হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা মুসলিম ছাত্রীদের কলেজে ঢুকতে দিচ্ছে না। ব্যক্তি স্বাধীনতার দাবিদ্বার উগ্র হিন্দুত্ববাদীরা নিজেদের পুরোহিতদের উলঙ্গ থাকাকে ব্যক্তি স্বাধীনতা দাবী করে। কিন্তু মুসলিম ছাত্রীরা হিজাব পরায় মারমুখী হয়ে উঠছে। এব্যাপারে নারীবাদীরা মুখে কুলুপ লাগিয়ে আছে। কিন্তু যদি কোন কথিত স্বাধীনচেতা কোন নারী ছোট অশালীন পোশাক পড়তো আর অন্যরা বাধা দিত, তাহলে আবার ঠিকই স্বাধীনতার দোহাই দিয়ে পাশে দাড়াতো অশ্লীলতার প্রচারকারি ঐ কথিত নারীবাদীরা। আর মুসলিম নারীরা নিজেদের পর্দা রক্ষায় হিজাব পড়লেই তাদের যত সমস্যা।

তবেঁ এসব সমস্যা সমাধানের পথ মুসলিমদের নিজেদেরকেই বের করতে হবে বলে মনে করেন বিশ্লেষকগণ। কেননা তাদের সমস্যা অন্যেরা এসে ঠিক করে দিবে না।

 

তথ্যসূত্র:
A Muslim Women in Karnataka is TERRORISED by her College mates for wearing a Hijab in her college –
https://tinyurl.com/96h7uh6h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে মুসলিম ছাত্রীদের উত্ত্যাক্ত করছে হিন্দু সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধপাকি-গাদ্দার সামরিক বাহিনী ও টিটিপির মধ্যে পাল্টা-পাল্টি লড়াই, অসংখ্য গাদ্দার হতাহত