থামছেই না ইহুদি আগ্রাসন : আবারও ৪ ফিলিস্তিনি যুবককে হত্যা

ইউসুফ আল-হাসান

0
1045
থামছেই না ইহুদি আগ্রাসন : আবারও ৪ ফিলিস্তিনি যুবককে হত্যা

আবারও ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনি বালক নিহত। কোন মোটেই যেন থামছে না দখলদার ইহুদি সন্ত্রাসীদের বর্বরতা।

কুদস্‌ নিউজের সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে একটি ফিলিস্তিনি বাড়ি গুড়িয়ে দিচ্ছিল ইসরাইল। খবর পেয়ে আশপাশের কয়েকটি গ্রাম ও শহর থেকে যুবকরা ছুটে আসে ইহুদিদের বাধা দিতে। এ সময় নির্বিচারে গুলি ছুড়ে সন্ত্রাসী ইসরাইল সেনাবাহিনী। গুলিতে একজন ফিলিস্তিনি যুবক নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

উক্ত ঘটনার মাত্র ৪ দিন আগেও ৩ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদী ইসরাইল। এ সময় যুবকরা একটি প্রাইভেট কারে করে নিজ কাজে যাচ্ছিলেন। ঘাতক ইসরাইলি সেনারা অন্তত শতাধিক বুলেট ছুড়ে গাড়িটিকে ঝাঁঝরা করে দেয়। লোমহর্ষক এ হামলায় ৩ যুবক সাথে সাথেই নিহত হয়। এ সময় যুবকদের তাজা রক্তে গাড়িটি ভিজে যায়।

ইসরাইলি এসব বর্বরতার বিরুদ্ধে কথিত মানবতাবাদীরা কোন উচ্চশব্দ করছে না। উল্টো ইসরাইলকে আত্মরক্ষার অধিকার আছে বলে সাফাই গাইছে পশ্চিমা দেশগুলো।

কথিত উন্নতি আর পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা জালিমদের করেছে আরও বর্বর, আরও আগ্রাসী, আরও হিংস্র। এসব জুলুম আগ্রাসন রুখে দিতে মুসলিম যুব সমাজকে নববী মানহাজের অনুসরণের জন্য দীর্ঘ দিন ধরেই আহ্বান জানিয়ে আসছেন উম্মাহ দরদি আলিমগণ। ইহুদি আগ্রাসন মকাবিলা ও আল-আকসা পুনরুদ্ধারের দ্বিতীয় কোন পথ নেই বলেও সতর্ক করে আসছেন তাঁরা।

 

তথ্যসূত্র:

১।  Israeli forces kill Palestinian teen in occupied West Bank-
https://tinyurl.com/mr3nzvp3

২।  Israeli soldiers assassinate three Palestinian youths in Nablus-
https://tinyurl.com/4ruu68t4

৩।  ভিডিও লিংক-
https://tinyurl.com/2p8ykbaf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসলামের তারকাগণ | পর্ব: ১৬ | সায়্যিদুশ শুহাদা, হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাঃ
পরবর্তী নিবন্ধএবার মধ্যপ্রদেশেও বিশ্ব হিন্দু পরিষদ‘দুর্গা বাহিনীর’ চাপে হিজাব নিষিদ্ধ