আফগানিস্তানে তিন জাদুকরকে আটক করেছে তালিবান

আলী হাসনাত

2
2820
আফগানিস্তানে তিন জাদুকরকে আটক করেছে তালিবান

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালিবান সদস্যরা ৩ জাদুকর কে গ্রেফতার করে ইসলামি আদালতে হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র মতে, আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর হেরাত থেকে তালিবান নিরাপত্তা কর্মকর্তারা যাদুবিদ্যা ও তাবিজের মত ঘৃণিত ব্যাবসার সাথে জড়িত ৩ ব্যাক্তিকে গ্রেফতার করেছেন। জানা যায়, গ্রেফতারকৃত অপরাধীরা যাদু ও তাবিজের নামে সাধারণ মানুষকে ধোকা দিত।

আটক করার সময় তাদের থেকে যাদু ও তাবিজ লেখার যাবতীয় জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিরাপত্তা কর্মীরা। পরে তাদেরকে বিচারের জন্য ইসলামি আদালতে হস্তান্তর করেন মুজাহিদগণ।

উল্লেখ্য যে, জাদুবিদ্যা এবং তাবিজ নিয়ে ভন্ডামি হেরাতে দীর্ঘদিন ধরে চলে আসছে। যেখানে এটি একটি নিয়মিত পেশা ও ব্যবসায় পরিণত হয়েছিল আগের ইসলামবিরোধী সরকারের আমলে। তবে এটিকে প্রতিরোধ ও নির্মূল করার জন্য আফগানিস্তানের ইসলামি ইমারাত পদক্ষেপ নিতে শুরু করেছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে যাদুকর ও তাদের অনুশীলনকারীদের বিরুদ্ধে জোরদার গ্রেফতার অভিযান চালাচ্ছে দেশটির নবগঠিত সরকার।

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅ্যামেরিকার চাপের নীতি ও হিন্দুস্তানের সম্ভাব্য যুদ্ধ : ফ্যাক্টর বাংলাদেশ
পরবর্তী নিবন্ধইসলামের তারকাগণ | পর্ব ১৭ | গাসীলুল মালা-য়িকাহ হযরত হানজালা (রাঃ)