সামরিক কনভয়ে আল-কায়েদার হামলা : হতাহত ১৫ বুরকিনান সেনা

আলী হাসনাত

0
977

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাঁসোতে এক বিস্ফোরণের ঘটনায় দেশটির ১৫ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। গত ৯ আগস্ট বুরকিনা ফাঁসোর বাম প্রদেশে একটি অতর্কিত হামলার কবলে পড়ে দেশটির ”FDS’ সামরিক বাহিনী। এতে সামরিক বাহিনীর অন্তত ১৫ সেনা নিহত হয় এবং ২টি সাঁজোয়া যান ধ্বংস হয়ে যায়।

জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) এর আঞ্চলিক বুরকিনা-বে শাখা এই হামলার দায় স্বীকার করেছে। শাখাটি জানিয়েছে যে, বুরকিনান প্রশাসনের সশস্ত্র ‘FDS’ বাহিনীর সদস্যরা যখন রাস্তা অতিক্রম করছিল, তখন তাদের সামরিক কনভয় লক্ষ্য করে মুজাহিদগণ প্রথমে বোমা বিস্ফোরণ ঘটান। এরপরে মুজাহিদগণ কনভয়টির সেনা সদস্যদের উপর ঝাপিয়ে পড়েন। আর তখনই হতাহতের এই ঘটনা ঘটে।

বুরকিনা ফাঁসোর সরকার সম্প্রতি আল-কায়েদা প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দিশেহারা অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিকে ইসলামি বিশ্লেষকগণ পশ্চিম আফ্রিকায় জেএনআইএম’এর ইসলামি সীমানা বৃদ্ধির পক্ষে অনুকুল বলে মন্তব্য করেছেন, যার সঠিক ব্যাবহার প্রতিরোধ যোদ্ধারা করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন তাঁরা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএক বছর পর ফিলিস্তিনি নারীর লাশ ফেরত দিল মানবতার শত্রু ইসরাইল
পরবর্তী নিবন্ধবোরকা পরায় ইবি ছাত্রীকে শিক্ষিকার হুমকি, শিবির ট্যাগ লাগিয়ে হেনস্তা