ঝাড়খণ্ডে মসজিদে ঢুকে ৩ উগ্র হিন্দুর প্রস্রাবকাণ্ড : হিন্দুত্ববাদীদের সীমাহীন ধৃষ্টতার বহিঃপ্রকাশ

উসামা মাহমুদ

0
710

মুসলিমদের প্রতি তীব্র বিদ্বেষবশত ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার তেলিডিহ গ্রামে ৩ উগ্র হিন্দু যুবক মিলে মসজিদে ঢুকে প্রস্রাব করে। প্রস্রাব করার সময় মুসল্লিরা তা দেখে ফেলেন। তারপরেই হৈচৈ পড়ে যায়, জড়ো হন স্থানীয় গ্রামবাসীরা।

জেনে বুঝে মসজিদ নাপাক ও অবমাননা করার দায়ে তাদের একটি রুমে আটকে রাখেন। বিষয়টি জানাজানি হলে অনান্য উগ্র হিন্দুরা পুলিশ নিয়ে এসে মুসলিমদের উপর হামলা চালায়।

হিন্দুত্ববাদী পুলিশ অপরাধীদের বিচার না করে উল্টো মুসলিমদের উপর চড়াও হয়। ৬ অক্টোবর, দ্যা জামিয়া টাইমসের টুইটার একাউন্টে হিন্দু যুবকদের ছাড়িয়ে নেওয়ার একটি ভিডিও পোস্ট করে।

যুগ যুগ ধরে মুসলিমদের গাফিলতি আর দুর্বলতার সুযোগে উগ্র হিন্দুদের ধৃষ্টতা এখন এতটাই বেড়ে গেছে যে, তারা এখন নামাজের পবিত্র স্থান মসজিদকে অপবিত্র করে দিয়ে যাচ্ছে। আর পরবর্তীতে পুলিশ এসে হিন্দুদের পক্ষ নিয়ে মুসলিমদের উপর হামলা করছে। এটাই যেন এখন উপমহাদেশের সর্বত্র মুসলিমদের অসহায়ত্বের করুণ চিত্র হয়ে দাঁড়িয়েছে; যে চিত্র মুসলিমদের সজাগ করতে, অনাগত ভবিষ্যতে ধেয়ে আসা গণহত্যার ঝড়ের আগাম আভাস দিয়ে যাচ্ছে।



তথ্যসূত্র :
———
1. Jharkhand: 3 Hindu youths entered the mosque and urinated in Telidih village Of Giridih District in Jharkhand.
https://tinyurl.com/e7ujkes6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআমি একজন কট্টর ইহুদিবাদী: ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস ট্রাস
পরবর্তী নিবন্ধ৪ বছরে ২৮ হাজার উইঘুর আলেম-উলামাদের গুম ও খুন করেছে দখলদার চীন