পাকিস্তান ভিত্তিক জনপ্রিয় ইসলামি প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তান। গত কয়েকমাস ধরেই প্রতিরোধ বাহিনী ও দেশটির গাদ্দার প্রশাসনের মাঝে চলছে আলোচানাকালীন যুদ্ধবিরতি। কিন্তু এই যুদ্ধবিরতির মাঝেও গাদ্দার পাকি-সেনারা প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে হামলা চলমান রাখে। ফলে প্রতিরোধ বাহিনী টিটিপিও গত মাসে আত্মরক্ষামূলক অভিযান চালাতে শুরু করেন।
এই সূত্র ধরেই গত ২ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে প্রতিরক্ষামূলক অভিযান শুরু করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। সেই থেকে গত মাসের শেষ দিন পর্যন্ত ৩৯টি আত্মরক্ষা মূলক অভিযানের দায় স্বীকার করেছে টিটিপি।
এসময় গাদ্দার পাকি-সেনাদের হামলায় টিটিপির ৭ জন মুজাহিদ শহীদ হন; যাদের মধ্যে ৩ জনকেই ভূয়া অ্যানকাউন্টারে শহিদ করা। (ইন্নালিল্লাহ…) ফলে টিটিপিও আত্মরক্ষা মূলক অভিযানের তীব্রতা বাড়ায়। সেই হামলাগুলি দেশের সীমান্তবর্তী ১৪টি জেলায় পরিচালনা করেন মুজাহিদগণ। এরমধ্যে লাকি-মারওয়াত ও খাইবার অঞ্চলে সর্বোচ্চ ১৫টি হামলা চালান টিটিপি মুজাহিদিন।
ফলশ্রুতিতে টিটিপির এসব বীরত্বপূর্ণ অভিযানে গাদ্দার পাকি-সামরিক বাহিনীর শতাধিক সেনা নিহত এবং আরও অসংখ্য সৈন্য আহত হয়।