সরকারি আবাসিক স্কুলে আরএসএস-এর প্রশিক্ষণ শিবির

উসামা মাহমুদ

3
752

ভারত মানেই এখন হিন্দুত্ববাদ, আর হিন্দুত্ববাদ মানেই আরএসএস। ভারত, হিন্দুত্ববাদ আর আরএসএস এখন একাকার হয়ে গেছে। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এবার রাজ্য সরকার-চালিত আবাসিক বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করেছে।

কর্ণাটক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান সোসাইটি বা KREIS নামক একটি সরকার পরিচালিত সংস্থা তাদের নিয়ন্ত্রনাধিন ‘মোরারজি দেশাই আবাসিক স্কুলে’ প্রশিক্ষণ শিবির পরিচালনা করার জন্য আরএসএস-এর সাথে যুক্ত একটি সংস্থাকে অনুমতি দিয়েছে। সমাজকল্যাণ এবং অনগ্রসর শ্রেণীর কল্যাণ মন্ত্রী কোটা শ্রীনিবাস পূজারির সুপারিশের পর KREIS এই উদ্যোগ নেয়।

উত্তর কন্নড় জেলার শিরাসি তালুকের কাল্লিতে একটি ক্যাম্প ৭ অক্টোবর শুরু হয় এবং ১৫ অক্টোবর শেষ হবে। ৯ থেকে ১৭ অক্টোবর কোলার জেলার মুলবাগল তালুকের কুটন্দলাহল্লি গ্রামে আরেকটি শিবির পরিচালিত হচ্ছে। সারা ভারতজুড়ে যেন মুসলিমনিধনের প্রশিক্ষণ নেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে আরএসএস।

KREIS-এর নোটে বলা হয়েছে যে ” হিন্দু বালক এবং যুবকরা” প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দিবে। কোলারে প্রচারিত একটি পৃথক নোটে আরএসএস জেলা বিভাগ বলেছে যে, অংশগ্রহণকারীদের এই প্রশিক্ষণ শিবিরের জন্য সম্পূর্ণ ‘গণভেশা’ (আরএসএস ইউনিফর্ম) এবং ‘ডান্ডা’ (স্টাফ) সহ আসা উচিত।

বিশ্লেষকগণ বলেছেন, হিন্দুত্ববাদীরা মুখে বলছে শরীর চর্চার জন্য প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করছে। কিন্তু তাদের অতীত ও সাম্প্রতিক কার্যক্রমে প্রমাণ করে যে, তারা মুসলিম গণহত্যার জন্যই হিন্দুদের প্রশিক্ষিত করে তুলছে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যেখানে হিন্দুত্ববাদী প্রশাসন শুধু অস্ত্র রাখার সন্দেহে মুসলিমদের নামে অস্ত্র মামলা দিয়ে আটক করছে, সেখানে হিন্দুরা প্রকাশ্যে অস্ত্রের প্রশিক্ষিণ নিচ্ছে, অস্ত্র নিয়ে মিছিল করে নাচানাচি করছে আর গণহত্যার শ্লোগান দিচ্ছে- এ ক্ষেত্রে হিন্দুত্ববাদী প্রশাসন তাদের গ্রেফতার না করে উল্টো পাহারার ব্যাবস্থা করছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপমহাদেশে ইমান ও কুফরের সংঘাতকে তাই খুব দূরবর্তী বিষয় মনে করছেন না বিশ্লেষকরা।



 

তথ্যসূত্র:
——–
1. RSS training camp in government residential schools raises eyebrows (The Hindu)
https://tinyurl.com/563yvcdb
https://tinyurl.com/4a9yp4z6

3 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধময়দানের লড়াইয়ে পরাজিত সোমালি সরকার মিডিয়া যুদ্ধে আশ-শাবাবকে কোণঠাসা করতে মরিয়া কেন?
পরবর্তী নিবন্ধকাশ্মীরে দখলদার হিন্দুত্ববাদীদের অপরাধনামা || পর্ব-৫ || সোপোর হত্যাকাণ্ড