দিল্লী পগরম: মিথ্যা হত্যা মামলায় ২ বছর পর মুসলিম মহিলা আটক

উসামা মাহমুদ

0
459

২০২০ সালের দিল্লী পগরম দাঙ্গার সময় দিল্লী পুলিশের হেড কনস্টেবল রতন লাল বহিরাগত উগ্র হিন্দুদের হামলায় নিহত হয়েছিলেন। অথচ তাকে হত্যার দায়ে গত রবিবার ১২ অক্টোবর নয়ডা থেকে একজন ২৭ বছর বয়সী মুসলিম মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, এই মুসলিম নারী নাকি চাঁদবাগে রতন লাল এবং অন্যান্য সিনিয়র অফিসারদের উপর হামলাকারী জনতার অংশ ছিল।

অপরাধ না করেও মামলায় সন্দেহভাজন হিসেবে নাম উল্লেখ করায় হয়রানি থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন ওই মুসলিম নারী। তবুও শেষ রক্ষা হয়নি। দুই বছর পর পুলিশ তাকে আটক করেছে।

এদিকে গত ০২ অক্টোবর, ক্রাইম ব্রাঞ্চ একই মামলায় আলিগড় থেকে ৩৩ বছর বয়সী আরেক মুসলিমকেও গ্রেপ্তার করে।

অথচ, দিল্লী পগরমে প্রায় ৫৪ জন মুসলিম খুন হয়েছিলেন। এছাড়াও অসংখ্য মুসলিম আহত হয়েছিলেন এবং অনেকে ভিটেমাটি হারিয়েছেন। সে সময় মুসলিমরাই ছিলেন হত্যাযজ্ঞের শিকার। কিন্তু ২ বছর অতিবাহিত হয়ে গেলেও মুসলিম গণহত্যার ব্যাপারে কোন বিচার হয়নি। বরং  মিথ্যা মামলায় নিরাপরাধ মুসলিমদের গ্রেফতার করা হচ্ছে।

অন্যদিকে খুনি হিন্দুরা এখন জনসমাবেশে দাম্ভিকতার সাথে গণহত্যায় লোক পাঠানোর কথা স্বীকার করছে। পাশাপাশি অন্যদেরকেও মুসলিমদের উপর গণহত্যা চালাতে উৎসাহ দিচ্ছে।



তথ্যসূত্র:
——–
1. Delhi riots: On the run for two years, woman accused in head constable Ratan Lal’s murder arrested from Noida
https://tinyurl.com/49urkknz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেন: গাদ্দার জোট কর্তৃক মুজাহিদদের রুখে দেওয়ার চেষ্টা এবং আনসারুশ শরিয়াহ্’র বার্তা
পরবর্তী নিবন্ধউত্তরপ্রদেশে অস্বীকৃত হিসেবে চিহ্নিত ৬,৪৩৬টি মাদ্রাসায় চালানো হতে পারে বুলডোজার