জাতীয় স্বনির্ভরতা প্রোগ্রাম চালু করবে ইসলামি ইমারত

সাইফুল ইসলাম

0
982

আফগানিস্তান ইসলামি ইমারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী নুরুদ্দীন আজিজি বলেছেন, ইসলামি ইমারত স্বনির্ভরতার ব্যাপারে উৎসাহিত করে এবং আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ কামনা করে।

বিদেশি গণমাধ্যমকে তিনি বলেছেন, “আমরা একটি জাতীয় স্বনির্ভরতা প্রোগ্রাম চালু করবো। সকল সরকারি প্রশাসনকে দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করব। তাছাড়া দেশের মানুষকেও নিজেদের দেশীয় পণ্য ব্যবহারে সমর্থন যোগাতে উৎসাহিত করার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, ইরান, রাশিয়া ও চীনসহ কিছু দেশ বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে চীনা শিল্প পার্ক এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো কিছু প্রকল্প আলোচনাধীন রয়েছে। এগুলোতে রাশিয়া ও ইরানের সম্পৃক্ততাও রয়েছে।

পূর্বে মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে, এমন ভূমিগুলোতে বিশেষ অর্থনৈতিক এলাকা তৈরি করে শিল্প বিকাশের একটি পরিকল্পনা করেছেন জনাব আজিজি। তিনি বলেন, তাঁর মন্ত্রণালয় এই পরিকল্পনা সরকারের মন্ত্রিসভায় এবং অর্থনৈতিক কমিশনে উপস্থাপন করেছেন।

বিদেশি বিনিয়োগকারীরা আফগানিস্তানের খনি খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী নুরুদ্দীন আজিজি। এই খাতের মূল্য ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি। পশ্চিম হেরাতের একটি লোহার খনি এবং কেন্দ্রীয় ঘোর প্রদেশের একটি সীসা খনির দায়িত্ব পেতে ৪০টি কোম্পানি একটি নিলামে অংশ নিয়েছে। এই নিলামের ফলাফল শীঘ্রই ঘোষণা করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

এভাবে আফগানিস্তানকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে জোরেশোরে কাজ শুরু করেছেন ইসলামি ইমারত কর্তৃপক্ষ। একদিকে কৃষি খাতের উন্নয়নে যেমন নজর রেখেছেন, তেমনি আন্তর্জাতিক কুফফার গোষ্ঠীর নানা বিধি-নিষেধ এবং ষড়যন্ত্র সত্ত্বেও বাণিজ্যিক পরিধি বিস্তারেও কাজ করে যাচ্ছেন সদ্য আফগানিস্তানের ক্ষমতায় আসা এই সরকার।



তথ্যসূত্র:
——–
1. IEA to Start National Self-Sufficiency Program; Azizi – https://tinyurl.com/4w46bcay

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালি | মাসব্যাপী আল-কায়েদা অভিযানে ১৮৪ আইএস সন্ত্রাসী নিহত
পরবর্তী নিবন্ধগাযওয়াতুল হিন্দের পদধ্বনি: ইসলাম প্রতিষ্ঠা ঠেকাতে ভিএইচপির তিন দিনের বৈঠক