উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে চতুর্থ দফায় ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। অন্তত ১২ টি সমন্বিত বাড়ির একটি ব্লকে রাতভর তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। এতে ধ্বংস্তুপে পরিণত হয় বাড়িগুলো এবং নিহত হয় অন্তত ৩০ জন বেসামরিক ফিলিস্তিনি।
lsraeli warplanes commit another war crime in Gaza Strip by bombing a residential block comprising 12 houses in Jabalia, northern Gaza Strip. pic.twitter.com/eNe3by8L1E
— TIMES OF GAZA (@Timesofgaza) November 13, 2023
এছাড়াও দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০ জন নিহত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১১ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শিশু নারীদের সংখ্যা ৭০ শতাংশেরও বেশি। সোমবার (১৩ নভেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি হামলায় গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয় আহত ও মৃতের সংখ্যার আপডেট দিতে পারছে না।
lsraeli warplanes bomb a floor of local Hospital in Gaza Strip which was dedicated to displaced Palestinians. pic.twitter.com/2OHprHDIEa
— TIMES OF GAZA (@Timesofgaza) November 13, 2023
এছাড়াও গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চলে বেশ কিছু আবাসিক ভবনে ও একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।