ইসরায়েলি হামলায় এক পরিবারের ৪১ জন সদস্য নিহত

- মুহাম্মাদ মহসিন

0
539

ইসরায়েলি বিমান হামলায় গাজার একই পরিবারের অন্তত ৪১ জন সদস্য নিহত হয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। মালাকা পরিবারের নিহত ৪১ সদস্যদের একটি তালিকাও প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর গাজার জেইতুন এলাকায় তাদেরকে হত্যা করা হয়। এ ঘটনা ছাড়াও ঐ দিন গাজার খান ইউনিস, মধ্য গাজা, আল-শিফা হাসপাতাল ও ইন্দোনেশিয়ান হাসপাতালে ব্যাপক হামলা চালিয়েছে আগ্রাসী ইসরায়েলি বাহিনী।

উল্লেখ্য যে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ১,৩৩০টি পরিবারের সদস্যরা গণহত্যার শিকার হয়েছেন।

এদিকে ইসরায়েলের বর্বর হামলায় গাজায় নতুন করে আরও ৩০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৩,৩০০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছে অন্তত ৫,৫০০ জন শিশু, ৩,৫০০ জন নারী। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ৬,০০০ ফিলিস্তিনি।। আহত হয়েছেন অন্তত ৩২,৮৫০ জন ফিলিস্তিনি।



 

তথ্যসূত্র:
————-
1. Gaza authorities: Israeli strike killed 41 from one family; death toll reaches 13,000
https://tinyurl.com/yx87368z
2. Israel-Hamas war live
https://tinyurl.com/mvu9jzhx
3. 1,330 Palestinian families have been massacred.
https://tinyurl.com/y8e6jyuf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারত ইতিমধ্যেই হিন্দু রাষ্ট্র, নতুন করে প্রতিষ্ঠার প্রয়োজন নেই: আরএসএস নেতা হোসাবালে
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২১ নভেম্বর, ২০২৩