ফিলিস্তিনের জিহাদ | আপডেট ‌‌- ২৮শে জানুয়ারি, ২০২৪

- সাইফুল ইসলাম

0
123

খান ইউনিস থেকে ফিলিস্তিনিরা রাফাহতে চলে যাচ্ছেন। তাদের জন্য সেখানে কোনো তাবু নেই, আশ্রয় নেই। আল-জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম বলেছেন, রাফাহ ফিলিস্তিনিদের জন্য বিদ্যমান সর্বশেষ স্থান।

সিরিয়া-জর্ডান সীমান্তের কাছে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেক মার্কিন সেনা।

গাজায় আগ্রাসনের কারণে যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল হামাস।

২৮শে জানুয়ারি দখলদার ইসরায়েলি বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

খান ইউনিসের পশ্চিমে আল-আমাল এলাকায় ইয়াসিন ১০৫ দিয়ে দুটি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন।
জওরা আল-আকাদ এলাকায় জায়োনিস্ট বাহিনীর ২টি মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা করেছেন।

আল-কুদুস ব্রিগেড:

খান ইউনিসের বিভিন্ন স্থানে সম্মুখ সমরে দখলদার বাহিনীর সাথে মেশিনগান ও ভারী অস্ত্র নিয়ে যুদ্ধে জড়িয়েছেন।
গাজা শহরের তাল আল-হাওয়া এলাকায় দখলদার বাহিনীর সৈন্য ও সামরিক যানের উপর মর্টার নিক্ষেপ করেছেন।
আরপিজি দিয়ে দখলদার বাহিনীর সামরিক যানে আঘাত করেছেন আল-আমাল এবং জুওরা আল-আকাদ এলাকায়।
আল-আমাল এলাকায় একটি ব্যারেল বোমা দিয়ে একটি মারকাভা ট্যাংক ধ্বংস করেছেন ।

মুজাহিদিন ব্রিগেড:

রাইয়িমে জায়োনিস্ট বিমানঘাঁটিতে রকেট হামলা করেছেন।
দক্ষিণ গাজায় জায়োনিস্টদের ইভু ম্যাক্স 4T কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করেছেন।

উমার আল-কাসিম বাহিনী:

মধ্য গাজায় জায়োনিস্টদের সাথে যথাযথ অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছেন।

আবু আলী মুস্তফা ব্রিগেড:

জাবালিয়া ও গাজা শহরে জায়োনিস্ট বাহিনীর মর্টার হামলা করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিতর্কিত রাম মন্দির নিয়ে মন্তব্য করায় গ্রেপ্তার এক কাশ্মীরি ছাত্র
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || এক সপ্তাহে আফগান সেনাবাহিনীতে স্নাতক সনদ পেলেন ৫,৩৮৭ যুবক