ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৩ ফেব্রুয়ারি, ২০২৪

- মুহাম্মাদ আব্দুর রউফ

0
217

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একটি যৌথ বিবৃতিতে দাবি করেছে যে, তাদের সেনাবাহিনী এবং তাদের মিত্রদেশ অস্ট্রেলিয়া, বাহরাইন ও কানাডার সেনাবাহিনী সম্মিলিতভাবে ইয়েমেনজুড়ে হুথি বাহিনীর ১৩ টি অবস্থানে মোট ৩৬ টি স্থাপনায় হামলা চালিয়েছে।

খান ইউনিসের ইউরোপিয়ান হাস্পাতালের কাছে একটি তেলের ট্যাংকারে ইসরায়েলিদের ছোঁড়া একটি গোলা আঘাত করেছে। এতে একজন নিহত হয়েছে এবং হাসপাতালের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ওয়াফা নিউজ।

রাফার পূর্বদিকে শিশুদের একটি কিন্ডারগার্টেন স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। এতে দুই শিশু নিহত হয়েছে।

২ ফেব্রুয়ারি জায়োনিস্ট-মার্কিন জোটের উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে ইয়াসিন-১০৫ দিয়ে একটি মারকাভা ট্যাংকে হামলা করেছে।
🔻গাজা সিটির পশ্চিমে দখলদারসামরিক বাহিনীর একটি সমাবেশে মর্টার শেল নিক্ষেপ করেছে।

আল-কুদস ব্রিগেড:

🔻 খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমে গোয়েন্দা নজরদারি চালানোর সময় ইসরায়েলি দখলদার বাহিনীর একটি কোয়াডকপটার ড্রোন ভূপাতিত করে সেটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন।
🔻 মধ্য গাজার পূর্বদিকে আবু সাফিয়ে সামরিক কেন্দ্রের আশেপাশে ইসরায়েলি বাহিনীর জমায়েতে বোমা হামলা চালিয়েছে।
🔻একটি ডি-৯ সামরিক বুলডোজারে হামলা এবং কয়েকজন ইসরায়েলি দখলদার সেনাকে হতাহত করেছে। সেই সাথে তাদের অস্ত্র জব্দ করেছে।

আল-আকসা ব্রিগেড:

🔻 খান ইউনিসের পশ্চিম দিকে ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে মেশিনগান ো অন্যান্য অস্ত্র দিয়ে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছে।
🔻 মধ্য গাজার পূর্বদিকে রাঈম সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে।
🔻 গাজা সিটির পশ্চিম দিকে ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশ ও তাদের যানবাহন লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করেছে।
🔻 গাজা সিটির পশ্চিম দিকে আসিফ বিস্ফরক ডিভাইস দিয়ে ইসরায়েলি দখলদার বাহিনীর একটি সামরিক যান উড়িয়ে দিয়েছে, এরপর ভেতরে থাকা দখলদার সেনাদের লক্ষ্য করে আরপিজি হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হতাহত করেছে।

মুজাহিদিন ব্রিগেড:

🔻 আরাফাতে ইসরায়েলি বাহিনীর উপর মধ্যম-পাল্লার মর্টার হামলা চালিয়েছে।
🔻 গাজা সিটির পশ্চিম দিকে এন্টি-ট্যাংক রকেট দিয়ে একটি ইসরায়েলি সমরজানে হামলা চালিয়েছে।
🔻 পূর্ব জাবালিয়ায় ইসরায়েলি দখলদার বাহিনীর একটি জমায়েতে মেশিনগান দিয়ে হামলা চালিয়েছে।
🔻 আল-জাওয়াযাত এলাকার আল-রামিতে ইসরায়েলি বাহিনীর সাথে বিভিন্ন ধরণের অস্ত্র দিয়ে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছে।

শহীদ উমর আল-কাশিম ফোর্স:

🔻 গাজা সিটির পশ্চিমে জাওয়াযাত, ইউনিভার্সিটি এলাকা ও শিল্প এলাকায় ইসরায়েলী দখলদার বাহিনীর সাথে তীব্র ও রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে।
🔻 খান ইউনিসের উত্তরে ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক জানের একটি সমাবেশে ভারি মর্টার হামলা চালিয়েছে।
🔻 একটি সামরিক যান ধ্বংস করেছে এবং ইসরাইলিদের দের অবস্থানে ভারি মর্টার হামলা চালিয়েছে।

আল-আসিফাহ ফোর্স:

🔻 কিসসুফিম সামরিক কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর সমাবেশ লক্ষ্য করে মর্টার বেরেজ নিক্ষেপ করেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদকের বিরুদ্ধে ইমারতে ইসলামিয়া সরকারের গৃহীত কার্যকরী পদক্ষেপ
পরবর্তী নিবন্ধজেএনআইএম এর অভিযানে অন্তত ৯ টোগোলিজ সৈন্য হতাহত