খান ইউনুসে প্রতিরোধের মুখে অন্তত ৭৯ জায়োনিস্ট সৈন্য হতাহত

0
140

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুস শহরে ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রেখেছেন প্রতিরোধ যোদ্ধারা। অঞ্চলটিতে গত ১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কেবলমাত্র ২টি প্রতিরোধ বাহিনীর অভিযানেই অন্তত ৭৯ জায়োনিস্ট সৈন্য হতাহত এবং ২৪টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। উক্ত প্রতিরোধ বাহিনী দুটি হলো আল-কাসসাম ব্রিগেড এবং আল-কুদস ব্রিগেড।

এরমধ্যে গত ২ ফেব্রুয়ারি অঞ্চলটির আল-জাওজাত এলাকায় আল-কাসসামের অ্যাম্বুশে ১৫ জায়োনিস্ট সৈন্য নিহত হয় এবং আরও কতক সৈন্য আহত হয়। এই অভিযানে আল-কাসসামের ৩টি “আল-ইয়াসিন-১০৫” রকেট ও মর্টারের আঘাতে জায়োনিস্ট বাহিনীর ৩টি ট্যাংক এবং ১টি সামরিক যান ধ্বংস হয়ে যায়।

অপরদিকে গত ৯ ফেব্রুয়ারি, খান ইউনুসের পূর্বে জায়োনিস্ট বাহিনীর একটি দলকে টার্গেট করে অ্যান্টি-পার্সোনাল মাইন বিস্ফোরণ ঘটান আল-কাসসাম যোদ্ধারা। এতে অন্তত ৭ জায়োনিস্ট সৈন্য নিহত হয়।

আর গত ১২ ফেব্রুয়ারি সকাল ৬টায় অঞ্চলটির “আবসান আল-কাবিরা” এলাকায় জায়োনিস্ট বাহিনীর একটি দলের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন আল-কাসসাম মুজাহিদিন। এসময় তাঁরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ১১ জায়োনিস্ট সৈন্যকে হত্যা করতে সক্ষম হন।

আল-কাসসাম যোদ্ধারা উক্ত ৩টি অভিযানের পাশাপাশি “মুজাহিদ ব্রিগেড”-এর সাথে একটি যৌথ সামরিক অপারেশন পরিচালনা করেছেন। সেখানে আরও ৭ জায়োনিস্ট সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

আল-কাসসাম ব্রিগেড জানায়, তাদের যোদ্ধাদের পরিচালিত এধরণের আরও কয়েকটি অ্যাম্বুশে আরও প্রায় ২২ জনের বেশি জায়োনিস্ট সৈন্য হতাহত হয়েছে।

আল-কাসসাম যোদ্ধারা উক্ত অ্যাম্বুশগুলো ছাড়াও জায়োনিস্ট বাহিনীর আরও ৭টি ব্যাটালিয়নকে তাদের সামরিক অবস্থান, ভবন ও টানেল প্রবেশকালে সফল লক্ষ্যবস্তু বানিয়েছেন। এতে আরও কয়েক ডজন জায়োনিস্ট সৈন্য হতাহত হয়েছে এবং ১৭টিরও বেশি ট্যাংক ও সামরিক যান ধ্বংস হয়েছে।

অপরদিকে আল-কুদস ব্রিগেড জানিয়েছে, উক্ত সময়সীমার মধ্যে তাদের প্রতিরোধ যোদ্ধারা খান ইউনুসে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে ৫টি অভিযান পরিচালনা করছেন। এরমধ্যে গত ৭ ফেব্রুয়ারি খান ইউনুসের হায়াত স্কুলের কাছে জায়োনিস্ট বাহিনীর একটি দলকে টিবিজি রকেট দ্বারা সফলভাবে টার্গেট করেন তারা। এতে ঘটনাস্থলেই ৭ জায়োনিস্ট সৈন্য নিহত হয় এবং আরও কতক সৈন্য আহত হয়। অপরদিকে আল-হাওজা এলাকায় একটি বাড়িতে অবস্থান নেওয়া জায়োনিস্ট সৈন্যদের বিরুদ্ধেও একটি সফল অ্যাম্বুশ করেন আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা। এতে অন্তত ১০ জায়োনিস্ট সৈন্য হতাহত হয়।

আল-কুদস ব্রিগেড জানায়, তারা এই অভিযানগুলো ছাড়াও জায়োনিস্ট বাহিনী ও তাদের ১০টি অবস্থান লক্ষ্য করে রকেট, ক্ষেপণাস্ত্র এবং মর্টার শেল দ্বারা হামলা চালিয়েছেন। ফলশ্রুতিতে জায়োনিস্ট বাহিনীর কয়েক ডজন সৈন্য হতাহত এবং ৪টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার রাফাহ শহরে বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে ইমারতে ইসলামিয়ার বিবৃতি
পরবর্তী নিবন্ধআল-নাসের হাসপাতালে অক্সিজেনের অভাবে পাঁচ রোগীর মৃত্যু