গাজা উপত্যকার দক্ষিণে জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একটি অতর্কিত সফল আক্রমণ চালানো হয়েছে। এতে ২২ সদস্যের একটি দল হতাহতের শিকার হয়।
স্থানীয় সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ মার্চ শুক্রবার, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে জায়োনিস্ট বাহিনীর মাঝে উক্ত হতাহতের ঘটনা ঘটে।
সূত্রমতে, প্রতিরোধ যোদ্ধারা জায়োনিস্ট সৈন্যদের এমন একটি বাড়িতে প্রলুব্ধ করেন, যেখানে আগে থেকেই বিস্ফোরক ডিভাইস লাগিয়ে রাখেন তাঁরা। আর জায়োনিস্ট ইসরায়েলি সৈন্যরা ভবনটিতে প্রবেশ করার পর প্রতিরোধ যোদ্ধারা একটি রকেটের সাহায্যে উক্ত বাড়িটিকে টার্গেট করেন। এতে ভবনের ভিতরে রাখা বিস্ফোরকগুলো মুহুর্তেই বিস্ফোরিত হয় এবং ভবনটি জায়োনিস্ট সৈন্যদের উপর ধসে পড়ে। ফলে সৈন্যদের এই গ্রুপটি হতাহতের শিকার হয়।
তবে ইসরায়েল এই হামলায় তাদের ৩ অফিসার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। একই অভিযানে আরও ১৪ সৈন্য আহত হয়েছে বলেও জানানো হয়, যাদের মধ্যে ৬ সৈন্যের অবস্থাই গুরুতর। ধারণা করা হচ্ছে, হতাহতের বাস্তবিক এই সংখ্যা আরও বেশি।