• নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• উত্তর গাজায় না খেতে পেয়ে এক দুধের শিশু এবং একজন তরুণী মারা গিয়েছে।
• শনিবার সকালে গাজার অন্যতম বৃহৎ আবাসিক টাওয়ার ১২ তলা বিশিষ্ট বুরজ আল-মাশরিতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফলে শত শত ফিলিস্তিনি ভবনটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
• ইসরায়েলের সাথে লেবাননের হিজবুল্লাহর আন্তঃসীমান্ত সংঘাত চলছে। এদিন হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ৯ টি আক্রমণ চালানোর দাবি করেছে।
• দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একজন অন্তঃসত্ত্বা নারী সহ মোট ৫ জন নিহত হয়েছে।
• কানাডার পর এবার সুইডেনও ঘোষণা দিয়েছে যে, তারা পুনরায় ইউএনআরডব্লিউএ-তে তহবিল যোগান দেবে।
• দখলদার ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ডেনিয়েল হেগারি বলেছে যে, রমাদানের প্রস্তুতি হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী তার জনবল ও প্রস্তুতি বাড়াচ্ছে।
• এদিন গাজার বিভিন্ন স্থানে ফিলিস্তিনি মুজাহিদদের আক্রমণে ইসরায়েলি দখলদার বাহিনীর জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।