দোকানের কর্মচারীকে পিটিয়ে অজ্ঞান করেছে ঢাবি ছাত্রলীগ নেতা

0
138

অর্ডারের পর খাবারের জন্য বসতে বলায় এক ফাস্টফুড দোকানের কর্মচারীকে দলবল নিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের এক নেতা ও তার বন্ধুরা। মার খেয়ে ওই কর্মচারী জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানা গেছে।

রোববার (৩০ জুন) সন্ধ্যায় রাজধানীর পলাশী এলাকার ঢাকেশ্বরী মন্দির রোডের ২২/৫ নম্বর দোকানের (ফাস্টফুড ও জুস) কর্মচারী খাইরুল মোল্লা খাদেমের (২১) সঙ্গে এই ঘটনাটি ঘটে।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নূর উদ্দিন আহমেদ। সে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ২০১৭-১৮ সেশনের ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। জানা গেছে, সে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ভুক্তভোগী দোকান কর্মচারী খাইরুল মোল্লা খাদেম কালবেলাকে বলেন, চারটা বার্গার খাওয়ার পর আরও খাবার অর্ডার করলে আমি বলি, ভাই দিচ্ছি, একটু বসেন। এটা বলার সঙ্গে সঙ্গে নূর উদ্দিন ও তার বন্ধুরা গিয়ে আমাকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারে। এরপর সবাই মিলে রাস্তায় নিয়ে আমাকে অনেক মারধর করে। আমি একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমি আমার মাথায়, ঘাড়ে ও পিঠে আঘাত পেয়েছি। হাতের চামড়া উঠে গেছে এবং মুখ নিচের দিকে ঠেসে ধরে মারায় চোখে বালুকণা গিয়ে ভরে গেছে। আর তারা খাবার খেয়ে বিলটাও দিয়ে যায়নি।

ফাস্টফুড দোকান মালিক মনির বলেন, গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের নেতা নূর উদ্দিনসহ কয়েকজন বার্গার খাওয়ার পর আরও খাবার অর্ডার করে। তখন আমার দোকানের কর্মচারী বলে যে, ভাই একটু বসেন। রেডি করতে একটু সময় লাগবে। বসেন বলাতেই সে রেগে গিয়ে তাকে চড়থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। ভেতরের অন্যান্য কর্মচারীরা অনুরোধ করে, কিন্তু তারা দোকানের বাইরে নিয়ে আসে নূর উদ্দিনকে।

তিনি আরও বলেন, এরপর আবার হল থেকে ১০-১৫ জন নিয়ে আসে। তখন আমি দোকানে এসে তাদের কাছে দুঃখপ্রকাশ করি। তারপরও আমার সামনে থেকে নিয়ে আমার কর্মচারীকে রাস্তায় ফেলে আবারও বেধড়ক মারধর করে তারা। তখন সে জ্ঞান হারিয়ে ফেলে।

অভিযুক্ত ঐ ছাত্রলীগ নেতা ইতঃপূর্বেও বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের ক্ষমতা দেখিয়ে নানা অপকর্ম করেছে বলে এর আগেও গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তবু বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।


তথ্যসূত্র:
১. দোকান কর্মচারীকে রাস্তায় ফেলে বেধড়ক পেটালেন ছাত্রলীগ নেতা – https://tinyurl.com/2khu98sc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৩০ জুন, ২০২৪
পরবর্তী নিবন্ধগজনি প্রদেশ ও উজবেক রাজধানীতে দেশীপণ্যের প্রদর্শনী আয়োজন করল ইমারতে ইসলামিয়া