আফগান GDI বাহিনীর অভিযানে শীর্ষ ২ NRF কমান্ডার নিহত

0
460

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার বিশেষ সামরিক ইউনিট “জিডিআই”। গত ২৮ জুন শুক্রবার সকালে জিডিআই সদস্যরা দেশটির বাঘলান প্রদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে একটি সফল অপারেশন পরিচালনা করছেন।

দেশটির জাতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিযানটি শুক্রবার ভোর ৪টায় বাঘলান প্রদেশের নাহরিন এলাকার একটি পুরানো বাড়ি লক্ষ্য করে চালানো হয়েছে। বাড়িটিতে সন্ত্রাসী গ্রুপ “ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট” এর দুই কমান্ডার সহ গ্রুপটির ৫ সদস্য লুকিয়ে ছিলো। আর এমন তথ্য পেয়েই জিডিআই সদস্যরা বাড়িটিতে বিশেষ অভিযান চালান।

গোয়েন্দা বাহিনীর অভিযানের সময়ই সন্ত্রাসী গ্রুপটির কমান্ডার আব্দুস সামাদ ও অপর এক কমান্ডার খায়রু নিহত হয়। গ্রুপটির অন্য সদস্যরা মুজাহিদদের হাতে বন্দী হয়।

জানা যায় যে, নিহত এই কমান্ডাররা দীর্ঘদিন ধরে বাঘলানের নাহরিন এলাকার পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এক সপ্তাহ আগে তারা একটি ভিডিও প্রচার করে ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তাদের উপর হামলার হুমকি দেয়। পরে এই ভিডিও এবং বিদ্রোহী গ্রুপটির প্রচার করা কয়েকটি ছবির উপর ভিত্তি করে অনুসন্ধান চালাতে গিয়ে পুরনো বাড়িটির তথ্য পান মুজাহিদগণ।

এদিকে ইমারাতে ইসলামিয়া সমর্থিত আল-মিরসাদ মিডিয়া জিডিআই এর বরাতে জানায় যে, মুজাহিদদের বিশেষ অভিযানে নিহত হওয়া উক্ত কমান্ডারদের সাথে সন্ত্রাসী গ্রুপ আইএসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। এই বিদ্রোহী কমান্ডাররা দেশের উত্তরাঞ্চলে বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য আইএসের সাথে একটি চুক্তি করে। এই চুক্তির অধীনে তারা আইএসের জন্য অস্ত্র, গোলাবারুদ এবং লোক সরবরাহ করার সিদ্ধান্ত নেয়। আর মুজাহিদগণ অভিযানের সময় এসব অপকর্মের কিছু নথি ও প্রমাণও পেয়েছেন।


তথ্যসূত্র:
المرصاد کو بغلان میں جبہہ شر و فساد کے ہلاک شدہ کمانڈروں اور خوارج کے تعلقات کے حوالے سے تازہ ترین معلومات موصول

– https://tinyurl.com/3eu7dvn6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় শাবাবের ৩ অভিযানে অন্তত ৫০ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধমুসলিম পরিচয়ের কারণে মসজিদের ইমাম কে কুপিয়ে হত্যা