মুসলিম পরিচয়ের কারণে মসজিদের ইমাম কে কুপিয়ে হত্যা

0
196

৩০ জুন, ঝাড়খন্ডের কোদেরমা জেলায় মাওলানা সাহাবুদ্দিন নামক এক স্থানীয় ইমামকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় হিন্দুরা।

নিহত সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মাদ পারভেজ জানান, তার বাবা বারকাডা জেলার হাজারিবাগ এলাকার একটি মসজিদে ইমামতি ও স্থানীয় শিশুদের কুরআন শেখানোর দায়িত্ব পালন করছিলেন। ৩০ জুন বেলা ০৮ টা নাগাদ তার বাবা বাড়ীর উদ্দেশ্যে মোটর সাইকেল নিয়ে রওয়ানা করেন।

ঘুথারি কারিয়া নামক এলাকায় বাইক নিয়ে একটি অটোর পাশ কাটার সময় দূর্ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় অটোতে থাকা অনিতা দেবি নামক এক হিন্দু মহিলা হাত ও নাকে সামান্য আঘাত প্রাপ্ত হয়।

পরবর্তিতে ঘটনাস্থলে অনিতা দেবির স্বামী ,দেবর স্থানীয় কিছু লোকজন একত্রিত হয়। অনিতা সাাহাবুদ্দিনকে নির্দোষ স্বীকার করা সত্ত্বেও তারা সাহাবুদ্দিনকে ব্যাট ও লাঠি দিয়ে নির্দয়ভাবে পেটাতে থাকে।

পারভেজ আলম আরো জানান, নিহত ইমাম সাহাবুদ্দিনের নাক দিয়ে রক্ত বের হয়ে আসছিলো কিন্তু কোনো বাহ্যিক ক্ষত ছিলো না সম্ভবত এইটা কোনো অভ্যন্তরীণ ক্ষত হতে পার।

সর্বভারতীয় মজলিস ইত্তেহাদুল মুসলিমিন এর সাথে সংশ্লিষ্ট স্থানীয় একজন নেতা সুরাজ দাস জানায়, দূর্ঘটনার শিকার ওই নারী গুরুতর কোনো আঘাত পায়নি। এমনকি ওই মহিলা নিজেও তাকে মারতে নিষেধ করে। তিনি আরো বলেন, শুধু দাড়ী ও টুপির কারণেই জনাব সাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

তিনি দূর্ঘটনায় মারা যান নাই বরং তার মাথায় আঘাত করার করণে মৃত্যু হয় বলে , সুরাজ দাস সূ্ত্রে জানা যায়।


তথ্যসূত্রঃ
1.Targeted For Being Muslim’: Imam Lynched To Death In Jharkhand’s Koderma, Police Deny ‘Lynching’ Allegations
-https://tinyurl.com/57xdfe7y
2.Jharkhand Imam lynched by mob; police deny communal angle
-https://tinyurl.com/bde6r89u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান GDI বাহিনীর অভিযানে শীর্ষ ২ NRF কমান্ডার নিহত
পরবর্তী নিবন্ধভয়াবহ নৃশংসতা: ছেলের সামনে মাকে পিষে দিল ইসরায়েলি ট্যাংক