গাজায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি, প্রাণহানি ৩৮ হাজার ছুঁইছুঁই

0
21

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় ৩৮ হাজারে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৮৭ হাজারের বেশি ফিলিস্তিনি। ৩ জুলাই , বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৯৫৩ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, বুধবার তিনটি পরিবারের বিরুদ্ধে ইসরায়েলি ‘হত্যাকাণ্ডে’ ২৮ জন নিহত এবং আরও ১২৫ জন আহত হয়েছেন।

গাজা শহরের শুজাইয়া এলাকায় ইসরায়েলের বিমান হামলায় ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৯ জন সদস্য রয়েছেন। নিহতরা ইসরায়েলি নির্দেশনা মোতাবেক বিধ্বস্ত খান ইউনিস এলাকা ছেড়ে দখলদার সেনাদের বলে দেওয়া ‘নিরাপদ অঞ্চলে’ সরে যাচ্ছিলেন। তখনই তাদের ওপর বোমা হামলা চালায় বর্বর ইসরায়েলি সেনারা।
অধিকৃত পশ্চিম তীরে নুর শামস শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় চারজন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী মধ্য গাজা উপত্যকার মাগাজি, নুসেইরাত এবং দেইর আল-বালাহতে গণহত্যা চালিয়ে যাচ্ছে।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। জাতিসংঘ বলছে কমপক্ষে আড়াই লাখ মানুষকে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। সবমিলে অবরুদ্ধ গাজায় ১৯ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


তথ্যসূত্র:
1.Gaza death toll surges towards 38,000 as Israel kills 28 more Palestinians
– https://tinyurl.com/2x6n5anb
2. Gaza death toll surges past 37,900 as Israel kills 28 more Palestinians
– https://tinyurl.com/mr3mcsvn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় মুজাহিদদের ৭ অভিযানে ১৫৯ সেনা নিহত
পরবর্তী নিবন্ধইসলামের সাথে যুদ্ধ: তাজিকিস্তানে নিষিদ্ধ হলো হিজাব ও ঈদ উদযাপন