গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, নিহত ১৬

0
44

৬ জুলাই, শনিবার গাজার একটি বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকশ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, চলমান যুদ্ধে নিজেদের বাড়ি থেকে পালিয়ে আসা শরণার্থীরা বিদ্যালয়টি আবাসস্থল হিসেবে ব্যবহার করছিলেন।

গাজার সরকারি তথ্য দপ্তর জানায়, গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের আল–জাউনি বিদ্যালয়ে এ হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৭৫ জন আহত হয়েছেন এবং প্রাণ গেছে অন্তত ১৬ জনের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যস্ত একটি বাজারের কাছে অবস্থিত স্কুলের উপরের দিকের ফ্লোরগুলোকে লক্ষ করে হামলা করা হয়েছিলো । ভবনটিতে সাত হাজারের মতো মানুষ আশ্রয় নিয়েছিলো।

স্থানীয় একজন বলেছেন, ভবনটিতে যখন আক্রমণ করা হয় তখন সেখানে কোরআন পড়ছিলো এমন কিছু শিশু নিহত হয়েছে।

তিনি বলছিলেন, “এ নিয়ে চতুর্থবারের মতো তারা স্কুলকে টার্গেট করলো কোন ধরনের সতর্কবার্তা ছাড়াই,” ।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন। ইসরায়েল যা করছে, তা গণহত্যা। সাংবাদিকদের আর্ন্তজাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানায়, চলমান হামাস-ইসরায়েল যুদ্ধে ১৫৮ জনেরও বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুসারে, উপত্যকাজুড়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত চলমান ইসরায়েলি হামলায় ৩৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এদের বেশিরভাগ নারী ও শিশু। খাবার, পানি, চিকিৎসা সেবা ও ওষুধের স্বল্পতায় চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে গাজাবাসী।


তথ্যসূত্র:
1.Israeli air strike on Gaza school kills at least 16
– https://tinyurl.com/2p8r5ane
2.Israeli strike kills 16 at Gaza school, military says it targeted gunmen
– https://tinyurl.com/nvkacuf5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআশ-শাবাবের কাছে ২০ সোমালি সেনার আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধহিন্দুদের রথযাত্রা-মেলায় বন্ধ হাসপাতালগামী সড়ক, ভোগান্তিতে মানুষ