ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৭ জুলাই, ২০২৪

0
135

• ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসনের কারণে গাজা শহরের পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে ফিলিস্তিনিরা চলে যেতে বাধ্য হচ্ছেন।
• নেতানিয়াহু বলেছে, ইসরায়েল শুধু হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করবে। এর মাধ্যমে শুধু গাজায় যুদ্ধ বন্ধ থাকবে। দখলদার প্রতিরক্ষা মন্ত্রী ইয়্যুব গ্যালান্ট বলেছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হলেও লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধ চলমান থাকবে।
• মিশর ও কাতারে এই সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি আলোচনা চলবে বলে আশা করা হচ্ছে।
• গাজা শহরে আরও একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে স্কুলে আশ্রয় নেওয়া অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়ে অন্তত ১৬জনকে হত্যা করেছিল জায়োনিস্টরা।
• গাজায় ২৪ ঘণ্টায় অন্তত ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৮,১৫৩ জন ফিলিস্তিনি।
• গাজা শহরের শুজাইয়া পাড়ায় বাগদাদ স্ট্রিটে একটি জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।
• রাফার তাল আল-সুলতান পাড়ার দক্ষিণে আব্দুল্লাহ বিন উমার মসজিদের কাছে একটি শাওয়াজ ডিভাইস দিয়ে আরও একটি জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংকে হামলা করেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।
• রাফার তাল আল-সুলতান পাড়ায় একটি জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংক এবং দুটি জায়োনিস্ট সৈন্যবাহী গাড়িতে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• আল আরাআ ক্যাম্পে আগ্রাসন চালানো জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড। এ সময় তারা মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে শত্রু বাহিনীর উপর হামলা চালান।
• গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ায় আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• নেতজারিমে দখলদার বাহিনীর উপর ভারী মর্টারশেল এবং রকেট হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড ।
• রাফায় জায়োনিস্ট বাহিনীর একটি সৈন্যবাহী গাড়ি ধ্বংস করেছেন উমার আল-কাসিম বাহিনী। এছাড়াও তারা জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল ও রকেট হামলা চালিয়েছেন।
• শুজাইয়া পাড়ায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসন বলছে ত্রাণ দিচ্ছে, না পাওয়ার অভিযোগ বন্যাদুর্গতদের
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি আগ্রাসনের দশম মাস