ভারতে মুসলিম নির্যাতনের খবর প্রচার করায় ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

0
154

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে ফিরোজ কোরেশি নামে এক মুসলিম হকার ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছিল উগ্র হিন্দুত্ববাদীরা। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টুইট করায় সাংবাদিক জাকির আলি ত্যাগি, ওয়াসিম আলি ত্যাগিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা (এফআইআর) দায়ের করেছে উত্তর প্রদেশের শামলি থানার পুলিশ।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ভারতীয় আইনে বিএনএস ধারা ১৯৬ (ধর্ম, বর্ণ, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা এবং সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে ক্ষতিকর কাজ করা) এবং ধারা ৩৫৩ (জনসাধারণের মধ্যে খারাপ ধারণা সৃষ্টিকারী বিবৃতি) এর অধীনে মামলাটি করা হয়েছে।

ভারতে তৃতীয় মেয়াদে পুনরায় মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে অন্তত ১৫টি মুসলিম নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে অন্তত ৫ জন মুসলিম নিহত হয়েছেন। হিন্দুত্ববাদীরা বেশিরভাগ মুসলিমকেই চোরের তকমা দিয়ে হত্যা কিংবা নির্যাতন করেছে।

অথচ ভারতীয় গণমাধ্যমের বিশ্লেষণে উঠে আসা তথ্যে দেখা গেছে, নিহত মুসলিমদের কেউই অতীতে জীবনে কখনো চুরির সাথে যুক্ত ছিল না। বরং তাদের সবাই ব্যবসা কিংবা কর্মক্ষেত্রে কাজে লিপ্ত ছিল।

বর্তমানে ভারতে প্রায় প্রতিদিনই কোন না কোন মুসলিমকে নির্যাতনের ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে দেশটির পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনার পরিবর্তে যারা নির্যাতিত মুসলিমদের পক্ষে কথা বলছে তাদের কণ্ঠরোধ করতে কাজ করে যাচ্ছে।


তথ্যসূত্র:
1. Uttar Pradesh Police File Cases Against Journalists Over Tweets On Alleged Mob Lynching In Shamli
– https://tinyurl.com/2vtzmzaj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাস্তুচ্যুতদের ক্যাম্পে ভয়াবহ ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩০
পরবর্তী নিবন্ধপাঞ্জশিরে ফিরল আশরাফ গনী সরকারের সাবেক কর্মকর্তা, দেওয়া হলো অবাধ চলাচলের নিশ্চয়তা