১৪৮টি সামরিক যানবাহন সফলভাবে মেরামত করল ইমারতে ইসলামিয়ার সামরিক কারিগরি দল

0
327

ইমারতে ইসলামিয়ার প্রসিদ্ধ ২টি সামরিক শাখা হল ২১৫ আজম কর্পস ও ২০৫ আল-বদর কর্পসের। শাখা দুটির সদর দপ্তর যথাক্রমে হেলমন্দ ও কান্দাহার প্রদেশে অবস্থিত। সম্প্রতি শাখাসমূহের কারিগরি টিমের সদস্যগণ উল্লেখযোগ্য সংখ্যক সামরিক যানবাহন সফলভাবে সংস্কার করেছেন এবং এগুলো ব্যবহার উপযোগী করেছেন।

এর মধ্যে ২০টি হামভি এম্বুলেন্সসহ ১২৫টি হামভি ট্যাংক মেরামত করেছেন ২১৫ আজম কর্পসের কারিগরি সদস্যগণ। এছাড়া আরও ২৩টি বিভিন্ন ধরনের সামরিক যানবাহন মেরামত করেছেন ২০৫ আল-বদর কর্পসের ৩য় ব্রিজ আবু দুজানা ব্রিগেডের কারিগরি সদস্যগণ। ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তথ্যগুলো প্রদান করা হয়।

উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীর একাধিক কারিগরি দল ইতোপূর্বেও অসংখ্য সামরিক যানবাহন ও অস্ত্র-সরঞ্জামাদি সফলভাবে সংস্কার করেছিল। এভাবে তারা নিজেদের উন্নত সামরিক প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে।


তথ্যসূত্র:
1. Badr Corps repaires several military vehicles
– https://tinyurl.com/2knpaabm
2. 215 Azam Corps Repairs Over 100 Humvee Tanks
– https://tinyurl.com/3bsdf2rb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় প্রতিটি আঘাতের স্থানেই ভারী প্রত্যাঘাতের শিকার ইসরায়েলি বাহিনী: আবু উবাইদাহ
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১০ জুলাই, ২০২৪