ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১০ জুলাই, ২০২৪

0
57

• জায়োনিস্ট ইসরায়েলি বাহিনী গাজা শহর ছাড়তে নির্দেশ দিয়েছে ফিলিস্তিনিদের। ৩ লাখ ফিলিস্তিনির বসবাস ছিল এই শহরে। শহরটি ছেড়ে যাওয়ার সময় ফিলিস্তিনিদের উপর গুলিবর্ষণ করে হত্যা করছে জায়োনিস্ট সৈন্যরা।

• গাজা শহর ত্যাগ করতে ফিলিস্তিনিদের বাধ্য করা ইসরায়েলি বাহিনীর একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। কারণ ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়ার মতো নিরাপদ কোনো স্থান অবশিষ্ট নেই।

• কাতারে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা চলছে।

• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৮,৩৪৫ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৮৮,২৯৫ জন ফিলিস্তিনি।

• পশ্চিম তীরের দেইর আল আবু মিশাল গ্রামে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি বালককে গুলি করে হত্যা করেছে জায়োনিস্ট বাহিনী।

• জাতিসংঘের একটি সংস্থার হিসাব অনুযায়ী, ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ৫৫০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল।

• গাজা শহরের তাল আল-হাওয়াতে আল-আমিন মুহাম্মাদ মসজিদের কাছে একদল জায়োনিস্ট পদাতিক বাহিনীকে অ্যাম্বুশের ফাঁদে ফেলেছেন। এসময় জায়োনিস্ট বাহিনীর উপর দুটি অ্যান্টি পার্সনেল টেলিভিশন ডিভাইস বিস্ফোরিত করেছেন মুজাহিদগণ। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে। মুজাহিদগণ জায়োনিস্ট সৈন্যদেরকে উদ্ধারে হেলিকপ্টার অবতরণ করতে দেখেছেন।

• গাজা শহরের পশ্চিমে তাল আল-হাওয়াতে শিল্পাঞ্চলীয় এলাকায় এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপিং করেছেন আল-কাসসাম মুজাহিদিন।

• রাফাহের পূর্বে ব্রাজিল পাড়ায় আবু বকর সিদ্দিক মসজিদের কাছে একদল পদাতিক জায়োনিস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিটকে অ্যান্টি পার্সনেল ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।

• গাজা শহরের দক্ষিণে তাল আল-হাওয়া পাড়ায় ৩টি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে দুটি শাওয়াজ বোমা এবং আল-ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১৪৮টি সামরিক যানবাহন সফলভাবে মেরামত করল ইমারতে ইসলামিয়ার সামরিক কারিগরি দল
পরবর্তী নিবন্ধশাবাবের অতর্কিত আক্রমণে অন্তত ৩১ সোমালি সেনা নিহত