সোমালিয়ার জুবা রাজ্যে আশ-শাবাবের অতর্কিত আক্রমণের শিকার হয়েছে মোগাদিশু সরকারি বাহিনীর একটি সামরিক কনভয়। এতে অন্তত ৪৮ সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
শাহাদাহ এজেন্সির সূত্রে জানা যায়, গত ১০ জুলাই বুধবার, জুবা রাজ্যের বুলো-হাজি শহরের কাছে একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিন। এতে পশ্চিমা সমর্থিত মোগাদিশু সরকারি বাহিনীর ৩ উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্তত ৩১ সৈন্য নিহত হয়েছে। নিহত অফিসারদের মধ্যে ২ জনই দু’টি ব্যাটালিয়নের দায়িত্বে ছিলে। আর এই অভিযানে আরও ২ অফিসারসহ ১৭ এরও বেশি সৈন্য আহত হয়েছে। এসময় মুজাহিদগণ ৪টি সাঁজোয়া যান ধ্বংস করা ছাড়াও অন্য ৪টি সামরিক যান ও অসংখ্য সামরিক সরঞ্জাম জব্দ করতে সক্ষম হয়েছেন।
সূত্রমতে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সেনাবাহিনীর একটি কনভয়ে আকস্মিকভাবে উক্ত হামলাটি চালান মুজাহিদগণ, যা টানা ৩০ মিনিট ধরে চলতে থাকে। ফলশ্রুতিতে মোগাদিশু বাহিনীতে হতাহতের এই ঘটনা ঘটে।
উল্লেখ্য যে, এই হামলার মাত্র একদিন আগে জুবাল্যান্ডের রাষ্ট্রপতি এই অঞ্চলের গুরুত্বের উপর জোর দিয়ে সেনবাহিনীকে সতর্ক করে। সেই সাথে বুলো হাজির পরিস্থিতি নিয়ে জাতিসংঘ দ্বারা সমর্থিত বিদেশি দখলদার বাহিনীকে ব্রিফ করে। কিন্তু তার এই সতর্কতা এবং ব্রিফ শাবাবের আক্রমণ থেকে সেনাদের রক্ষা করতে পারি নি।