আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে প্রথমবারের মত আয়োজিত হল পান্না রত্নপাথরের প্রদর্শনী

0
357

সবুজ বর্ণ ও ষড়ভুজাকৃতির কেলাস বিশিষ্ট সুন্দর একটি রত্ন পাথর হল পান্না। আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে এই রত্ন পাথরটির ১২০০টি নিবন্ধিত খনি রয়েছে। এর মধ্যে সক্রিয় ৫০০টি খনি থেকে বর্তমানে পান্না পাথর আহরণ করা হচ্ছে। মূল্যবান এই পাথরটির বিপণন ও রপ্তানি বৃদ্ধির উদ্দেশ্যে সম্প্রতি প্রদেশটিতে ২দিন ব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। পান্না ছাড়াও অন্যান্য মূল্যবান ও আধা-মূল্যবান পাথর, স্থানীয় কৃষি এবং হস্তনির্মিত পণ্য প্রদর্শনীটির শতাধিক বুথে স্থান পেয়েছিল।

পান্না শিল্পে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের আকৃষ্ট করা প্রদর্শনী আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে উল্লেখ করেছেন প্রদেশটির গভর্নর হাফেজ মুহাম্মদ আগা হাকিম হাফিযাহুল্লাহ। পাঞ্জশির প্রদেশে পান্না পাথর সংশ্লিষ্ট এটিই প্রথম প্রদর্শনী, ভবিষ্যতে দেশের রাজধানী ও অন্যান্য প্রদেশেও এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানান পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান হাফিযাহুল্লাহ।

উল্লেখ্য যে, প্রদেশটির সক্রিয় পান্না খনিসমূহে ২০হাজারের অধিক কর্মী বর্তমানে কর্মরত রয়েছেন। ইমারতে ইসলামিয়া সরকার অদ্যাবধি প্রদেশটি হতে ৬০হাজার ক্যারেটের অধিক পান্না বিক্রয় করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, যার বিক্রয়মূল্য প্রায় ৪মিলিয়ন মার্কিন ডলারেরও অধিক।


তথ্যসূত্র:
1. First Emerald Exhibition Inaugurated in Panjshir
– https://tinyurl.com/2r6tuvv4
2. Panjshir Hosts First Emerald Export Development Exhibition
– https://tinyurl.com/54kwv7jk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফেনী সীমান্তে এক বাংলাদেশিকে গুলিবিদ্ধ করেছে ভারতীয় বাহিনী
পরবর্তী নিবন্ধকুমিল্লায় আরেক বাংলাদেশিকে আহত করেছে বিএসএফ