কুমিল্লায় আরেক বাংলাদেশিকে আহত করেছে বিএসএফ

0
127

কুমিল্লার বুড়িচং উপজেলার নবীয়াবাদ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক আহত হয়েছেন। ১০ জুলাই বুধবার রাত সাড়ে ১০টার দিকে নবীয়াবাদ সীমান্ত পিলার-২০৬১/১ এস–এর কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবকের নাম মো. আল আমিন (২৮)। তার বাড়ি কুমিল্লারর ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাঁভূমি আনন্দপুর এলাকায়।

স্থানীয় লোকজনের ভাষ্য, বিএসএফ আল আমিনকে তিনটি গুলি করেছে। তিনি গলা ও বুকে গুলিবিদ্ধ হয়েছেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানাত বলেন, তিনি এ ঘটনা জানেন না। তবে গণমাধ্যমকর্মীদের কাছে শোনার পর এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।


তথ্যসূত্র:
১. কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত – https://tinyurl.com/38tdcvzf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে প্রথমবারের মত আয়োজিত হল পান্না রত্নপাথরের প্রদর্শনী
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১১ জুলাই, ২০২৪