ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১১ জুলাই, ২০২৪

0
186

• গাজা শহর থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর সেখানকার ধ্বংসপ্রাপ্ত ঘরগুলো ও বিভিন্ন জায়গায় ডজন ডজন লাশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছেন গাজার সিভিল ডিফেন্স কর্মীরা।
• রাফাতে জায়োনিস্ট বাহিনীর হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।
• নুসেইরাত শরণার্থী শিবিরে আরও অন্তত ৪ জন নিহত হয়েছেন দখলদার বাহিনীর হামলায়।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৮,৩৮৫ জন ফিলিস্তিনি।
• পূর্ব জেরুজালেম থেকে একজনকে এবং পশ্চিম তীরের বেইত উম্মার থেকে দুজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে জায়োনিস্ট বাহিনী।
• গাজা শহরের দক্ষিণে তাল আল-হাওয়ার আল জাহার জংশনের কাছে দুটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে দুটি তানডুম গোলা দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড ।
• তাল আল-হাওয়ার আল-জাহার জংশনের কাছে একদল জায়োনিস্ট পদাতিক সৈন্যকে একটি টিবিজি গোলা দিয়ে হামলা করেছেন আল-কাসসাম মুজাহিদিন।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে ভারী মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।
• রাফার পশ্চিমে তাল জুরুবে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• তুলকারেমে নিতজানেই ওজ চেকপয়েন্টে জায়োনিস্ট বাহিনীর উপর গুলিবর্ষণ করেছেন প্রতিরোধ যোদ্ধারা।
• বালাতা ক্যাম্পে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• বালাতা ক্যাম্পে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-কুদুস ব্রিগেড। এসময় তারা গুলিবর্ষণের পাশাপাশি শত্রু বাহিনীর উপর বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন। এটি জায়োনিস্ট গাড়িতে সরাসরি আঘাত হেনেছে।
• রাফার পূর্বে আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টার শেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় আরেক বাংলাদেশিকে আহত করেছে বিএসএফ
পরবর্তী নিবন্ধবুরকিনান সেনা ব্যারাকে মুজাহিদদের দুঃসাহসী অভিযানে অন্তত ২৮ সেনা নিহত