বুরকিনান সেনা ব্যারাকে মুজাহিদদের দুঃসাহসী অভিযানে অন্তত ২৮ সেনা নিহত

0
258

আল-কায়েদা পশ্চিম আফ্রিকান শাখার মুজাহিদগণ বুরকিনা ফাসোতে দেশটির জান্তা বাহিনীর একটি সামরিক ব্যারাকে সফল অভিযান পরিচালনার তথ্য নিশ্চিত করেছেন। এই অভিযানে জান্তা বাহিনীর অন্তত ২৮ সদস্য নিহত এবং আরও বহু সংখ্যক সদস্য আহত ও বন্দী হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকা মিডিয়া সূত্রে জানা যায়, গত ১লা জুলাই, বেনিন সীমান্তে বুরকিনা ফাসোর ফাদাঙ্গুরমা রাজ্যে বড়ধরণের একটি সামরিক অপারেশন পরিচালনা করছেন আল-কায়দা সংশ্লিষ্ট জেএনআইএম যোদ্ধারা। অভিযানটি এই রাজ্যের ফাতিসিয়াগা শহরে অবস্থিত বুরকিনান জান্তা বাহিনীর একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে চালানো হলে কয়েক ডজন সৈন্য নিহত হয় এবং আরও বহু সৈন্য আহত ও বন্দী হয়।

সম্প্রতি প্রতিরোধ বাহিনী ‘জেএনআইএম’ এই অভিযানের প্রাথমিক ফলাফল জানাতে একটি ইনফোগ্রাফি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, মুজাহিদদের তীব্র এই অভিযানে ২৮ এরও বেশি বুরকিনান সৈন্য নিহত হয়েছে। আর সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ ছাড়াই বহু সংখ্যক সৈন্য আহত এবং বন্দী হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। সেই সাথে শত্রু বাহিনীর ১টি কর্মীবাহি যান সহ ৫টি সাঁজোয়া যান ধ্বংস হওয়ার বিষয় নথিভুক্ত করা হয়েছে।

একই সাথে ইনফোগ্রাফিতে এই অভিযান থেকে মুজাহিদদের অর্জিত গনিমতের তালিকায় ২টি সামরিক যান, ৩টি দুশকা, ১টি রকেট লঞ্চার, ১০টি পিকে মেশিনগান, ২৩টি ক্লাশিনকোভ, ৫টি পিস্তল ও ১টি ড্রোনের চিত্র দেখানো হয়েছে। সেই সাথে এটিও নিশ্চিত করা হয়েছে যে, উপরোক্ত গনিমত ছাড়াও মুজাহিদগণ এই অপারেশন থেকে বেশ কিছু মোটরসাইকেল, প্রচুর সংখ্যক বুলেট ও গোলাবারুদ বাক্স, এবং অন্যান্য অনেক সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে পেয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১১ জুলাই, ২০২৪
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলি বাহিনী চলে যেতেই গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল ৬০ মরদেহ