ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১২ জুলাই, ২০২৪

0
99

• গাজা শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদেরকে নির্বিচারে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাল আল-হাওয়া পাড়ায় জায়োনিস্ট হামলার পর কয়েক ডজন লাশ উদ্ধার করা হয়েছে।
• গাজা শহরে ইসরায়েলি বাহিনী পরিকল্পিত গণহত্যা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন গাজা সরকারি মিডিয়া অফিসের ডিরেক্টর জেনারেল ইসমাঈল আল-ছাওয়াবতা।
• তাল আল-হাওয়াতে জায়োনিস্ট বাহিনীর আংশিক প্রত্যাহারের পর সেখানে অন্তত ৬০ লাশ পেয়েছেন গাজা সিভিল ডিফেন্স দল। এখনও বিধ্বস্ত বাড়ি-ঘরে হতাহতদের উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছেন গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল।
• গাজার দেইর আল-বালাহ এবং খান ইউনিসে জায়োনিস্ট হামলায় শিশুসহ অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• বেথেলহামের কাছ থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে দখলদার বাহিনী।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৮,৩৪৫ জন ফিলিস্তিনি।
• নেতজারিমে জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• রাফার পূর্বে জর্জ স্ট্রিট এবং আল-তানুর পাড়ায় জায়োনিস্ট বাহিনীর একটি মারকাভা ট্যাংক এবং দুটি জায়োনিস্ট ট্রুপ ক্যারিয়ারে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• গাজা শহরের তাল আল হাওয়া পাড়ার আল আমিন মুহাম্মাদ মসজিদের কাছে দুটি জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংক গুড়িয়ে দিয়েছেন আল-কাসসাম মুজাহিদগণ। শত্রুদের ফেলে যাওয়া একটি মিসাইল এবং আরেকটি শাওয়াজ ডিভাইস দিয়ে এই হামলা চালিয়েছেন মুজাহিদগণ।
• তাল আল হাওয়া পাড়ার আল আমিন মুহাম্মাদ গোলচত্ত্বর এবং মক্কা টাওয়ারের কাছে দুটি জায়োনিস্ট সামরিক জিপে হামলা করেছেন আল-কাসসাম ব্রিগেড। একটি গ্রাউন্ড ডিভাইস এবং আরেকটি ইয়াসিন ১০৫ দিয়ে এই হামলা চালানো হয়।
• তাল আল হাওয়া পাড়ায় ৮ সদস্যের একদল জায়োনিস্ট পদাতিক সৈন্যের বিরুদ্ধে আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ জিরো ডিসটেন্স থেকে যুদ্ধ করেছেন। এসময় শত্রুবাহিনীর উদ্ধারকারী দলের উপর একটি অ্যান্টি পার্সনেল ডিভাইস বিস্ফোরিত করেছেন মুজাহিদগণ। এতে জায়োনিস্ট সৈন্যরা আহত ও নিহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকার জলাবদ্ধতা নিরসনের ৭৩০ কোটি গেল জলাবদ্ধতায় ডুবে
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও ৫০ ফিলিস্তিনি