নাইজারে মুজাহিদদের সফল অ্যাম্বুশে অন্তত ৪৬ সেনা নাস্তানাবুদ

0
309

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের টিলাবেরি রাজ্যে প্রতিরোধ যোদ্ধাদের পাতা এক শক্তিশালী অ্যাম্বুশের কবলে পড়েছে নাইজার সেনাবাহিনী। প্রতিরোধ বাহিনী জেএনআইএম এর এই অ্যাম্বুশে অন্তত ২৫ সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রমতে, গত ৮ জুলাই সোমবার দুপুর ১১টা নাগাদ, বুরকিনা ফাসোর সীমান্তবর্তী নাইজারের টিলাবেরি রাজ্যে প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত আক্রমণের শিকার হয়েছে জান্তা বাহিনীর একটি সামরিক কনভয়। কনভয়টি যখন টিলাবেরি রাজ্যের তামাউর এলাকা অতিক্রম করছিল, তখন প্রতিরোধ যোদ্ধারা কনভয়টির গতিপথ পরিবর্তন করতে প্রথমে একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। এতে একটি সাঁজোয়া যান বিকট শব্দে বিস্ফোরিত হলে পুরো কনভয়টি তার সাভাবিক গতি হারায়।

আর তখনই শতাধিক সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা কনভয়টি ঘিরে তীব্র আক্রমণ চালাতে শুরু করেন। ফলশ্রুতিতে বহু সৈন্য হতাহতের পাশাপাশি জান্তা বাহিনীর প্রচুর সামরিক ক্ষয়ক্ষতি হয়।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অতর্কিত এই আক্রমণে জান্তা বাহিনীর ৩টি ইউনিটের অন্তত ১৪ সৈন্য নিহত এবং ১১ সৈন্য আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ সেনার অবস্থাই আশংকাজনক। এছাড়াও কনভয় থেকে নিখোঁজ হয়েছে আরও ২১ সেনা, যাদের ভাগ্য অজানা।


অতর্কিত আক্রমণের ৩২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ

এদিকে স্থানীয় গণমাধ্যমগুলো এই হামলার সংক্ষিপ্ত একটি ভিডিও প্রচার করে। এতে দেখা যায়, প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত আক্রমণে অসংখ্য নাইজার সেনা সদস্যের মৃতদেহ ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। যা থেকে অনুমেয় যে, অতর্কিত এই হামলায় হতাহত জান্তা বাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়বে।

এদিকে আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) সংক্ষিপ্ত এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদগণ গত সোমবার নাইজার সেনাবাহিনীর বিরুদ্ধে উক্ত অতর্কিত আক্রমণটি পরিচালনা করেছেন। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয় নি।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন পরবর্তী মব লিঞ্চিং এর জোয়ারঃ উগ্রবাদী হিন্দুদের লক্ষবস্তুতে ভারতীয় মুসলিমরা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের রপ্তানি আয় ২ বিলিয়ন ডলারে পৌঁছাল