পাকিস্তানি সেনা কনভয়ে টিটিপির অ্যাম্বুশে হতাহত অন্তত ৩০

0
444

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি বড় সরবরাহ কনভয়ে অতর্কিত এক হামলার ঘটনায় অন্তত ৩০ সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে।

উমর মিডিয়ার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে অতর্কিত এই হামলার ঘটনাটি ঘটেছে। দেশটির সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী টিটিপির একদল মুজাহিদ, রকেট লঞ্চার, থার্মাল স্কোপ, M16A4 রাইফেল এবং ন্যাটোর ব্যবহৃত ভারী অস্ত্র দ্বারা অতর্কিত এই আক্রমণটি চালিয়েছেন।

সূত্রমতে, সীমান্ত অঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের সাথে যুদ্ধরত পাকিস্তানি সামরিক বাহিনীকে সহায়তা করতে বড় একটি সরবরাহ কনভয় প্রেরণ করা হয়। কনভয়টি যখন “ডেরা ইসমাইল খান” প্রদেশের খামরাং এলাকা অতিক্রম করতে শুরু করে, তখনই টিটিপির মুজাহিদগণ কনভয়টি লক্ষ্য করে ভারী আক্রমণ চালান। এতে সামরিক কনভয়ের ৭টি সরবরাহ গাড়ি ধ্বংস হয়ে যায়। সেই সাথে মুজাহিদদের তীব্র আক্রমণে অন্তত ৩০ পাকিস্তানি সেনা হতাহত হয়।

এদিকে গত ১৩ জুলাই এই অভিযান নিয়ে প্রায় সাড়ে তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের অফিসিয়াল “উমর” মিডিয়া। এতে পাকিস্তানি সামরিক বাহিনীর সরবরাহ কনভয়টি টার্গেট করে বিভিন্ন দিক থেকে হামলা করতে দেখা যায় মুজাহিদদের।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৩ জুলাই, ২০২৪
পরবর্তী নিবন্ধশাবাবের পৃথক অপারেশনে অফিসার সহ অন্তত ৩৫ সোমালি সেনা হতাহত