শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ বললো হাসিনা, মধ্যরাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা

0
292

সরকারি চাকুরিতে কোটা সংস্কার এর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল সমাবেশে গতকাল রবিবার মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কয়েকটি ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলো থেকে বেরিয়ে এসে ‘তুমি কে আমি কে – রাজাকার, রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে- সরকার সরকার’ ‘চাইতে গেলাম অধিকার- হয়ে গেলাম রাজাকার’ এবং ‘কোটা নয় মেধা- মেধা মেধা’- এ ধরনের শ্লোগান দিয়ে মিছিল করতে থাকেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে তারা মধ্যরাতে বিক্ষোভ করেছেন। চীন সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা রবিবার বলেছে, “মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?”

সেই বক্তব্যের জের ধরে মধ্যরাতে বিক্ষোভ করতে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর, সিলেটের শাহজালাল, রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে তারা শ্লোগান দিতে থাকেন।

এসময় কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত রয়েছেন বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা গেছে।


তথ্যসূত্র:
১. প্রধানমন্ত্রীর বক্তব্যের জের ধরে মধ্যরাতে ছাত্র বিক্ষোভ, ‘রাজাকার’ নিয়ে শ্লোগান – https://tinyurl.com/mrs9nuvw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের মহারাষ্ট্রে উগ্র হিন্দুরা একজন আলেম ও একজন ইমামকে মারধর করেছে
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত শতাধিক