ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৪ জুলাই, ২০২৪

0
198

• মধ্য গাজার আয জাহরা এলাকায় ইসরায়েলি বাহিনী অ্যাপাচি হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে। এছাড়া মাগাঝি এবং বুরেইজ শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এসব হামলায় শিশুসহ অনেকে নিহত হয়েছেন।
• নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর জায়োনিস্ট মিসাইল হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮০ জন।

• ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে মার্কিন-ব্রিটিশ জোট বাহিনী।

• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৮,৫৮৪ জন ফিলিস্তিনি।

• রাফার আশপাশে জায়োনিস্ট অবস্থানে ভারী মর্টারশেল এবং ১০৭মিমি রকেট হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

• রাফার পশ্চিমে তাল জুরুবের উপকণ্ঠে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী।

• রাফার পূর্বে একটি ত্রাণবাহী ট্রাকে করে ছদ্মবেশে অনুপ্রবেশ করে একদল জায়োনিস্ট স্পেশাল বাহিনী। কিন্তু আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ এই শত্রুসেনাদেরকে শনাক্ত করতে সক্ষম হন। এই ছদ্মবেশী দখলদার সেনারা একটি বাড়িতে প্রবেশ করার পর তাদের সাথে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে যুদ্ধ করেছেন মুজাহিদগণ। এসময় হালকা যুদ্ধাস্ত্র এবং অ্যান্টি-পার্সনেল গোলা দিয়ে হামলা চালিয়েছে সব জায়োনিস্ট সদস্যকে হতাহত করেছেন মুজাহিদগণ।

• রাফার ইয়াবনা ক্যাম্পের দক্ষিণ-পশ্চিমে আল-আসি টাওয়ার, আল-তুমা, আল আবদ জাবর এলাকায় জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

• রাফা ক্রসিং গেট এবং এর আশপাশে জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

• নেতজারিমে আবু ওরেইবান সাইটে জায়োনিস্ট হেডকোয়ার্টারে মর্টারশেল এবং আবাবিল বিস্ফোরক হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

• গাজার বিভিন্ন জায়গায় জায়োনিস্ট বাহিনীর অবস্থানে আরও কয়েকটি রকেট ও মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড, আল আকসা শহীদি ব্রিগেড, আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত শতাধিক
পরবর্তী নিবন্ধআবারও গাজার স্কুলে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭