ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ১৬ জুলাই, মঙ্গলবার ভূখণ্ডটির নুসেইরাত ও খান ইউনিসে সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাতেই প্রাণ হারিয়েছেন ১১ জন। নিহতদের মধ্যে ৫ জনই শিশু।
মধ্য গাজার নুসেইরাতের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক হামলার পর পাঁচ শিশুসহ অন্তত ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে আল জাজিরা আরবির সহকর্মীরা জানিয়েছেন।
এর আগে জানানো হয়েছিল, নুসেইরাতের ক্যাম্প ১ এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলা চালানোর পর একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি।
এদিকে খান ইউনিসের কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় আরও চারজন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে,দখলদার ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বে আবাসান শহরে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। হামলায় চারজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর চালানো তিনটি ‘গণহত্যায়’ ৮০ জন নিহত এবং আরও ২১৬ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ৭০০ জনে পৌঁছেছে।অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন ।
তথ্যসূত্র:
1. Gaza death toll nears 38,700 as Israel kills 80 more Palestinians
– https://tinyurl.com/rtfanxaf
2.A number of civilians killed, others injured in Israeli strikes on Gaza’s Nuseirat camp
– https://tinyurl.com/yt93y7e6