কাশ্মিরে স্বাধীনতাকামীদের হামলায় ৪ দখলদার সেনা নিহত

0
449

দখলীকৃত কাশ্মিরে স্বাধীনতাকামীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর চার সৈন্য নিহত এবং এক পুলিশ কর্মী আহত হয়েছে।

গত সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় কাশ্মীরের ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে সন্ধ্যায় ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল। এ সময় স্বাধীনতাকামীরা দখলদার বাহিনীকে লক্ষ্য করে অতর্কিত হামলা শুরু করে। এবং প্রায় আধা ঘণ্টা ধরে উভয়পক্ষের মধ্যে গুলাগুলি চলে। এ সময় স্বাধীনতাকামীদের গুলিতে চার ভারতীয় সৈন্য গুরুতর জখম হয়।

এরপর হামলা শেষে হলে দখলদার সেনাদের হাসপাতালে নিয়ে যায় ভারতীয় বাহিনী, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। তাদের মধ্যে একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাও রয়েছে। পাশাপাশি এক পুলিশ সদস্যও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি কাশ্মিরে স্বাধীনতাকামী মুজাহিদরা কয়েকটি অতর্কিত হামলা চালিয়েছে। এর মধ্যে গত ৭ ও ৮ জুলাই পৃথক দুটি হামলায় ৭ জন দখলদার সেনা নিহত ও ৬ জন সেনা আহত হয়েছে।


তথ্যসূত্র:
1. Major Among 4 Soldiers Killed In Action In Encounter With Terrorists In J&K
– https://tinyurl.com/3cremyyd
2.Kathua Terror Attack: One more soldier succumbs, death toll rises to 5
– https://tinyurl.com/y2tb8262

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনুসেইরাত-খান ইউনিসে ইসরায়েলের বর্বর হামলা, নিহত ৮০
পরবর্তী নিবন্ধদেশজুড়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ-পুলিশের যৌথ হামলা, নিহত ৪