দেশজুড়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ-পুলিশের যৌথ হামলা, নিহত ৪

0
405
পুলিশের গুলিতে নিহত বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ।

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর ভয়ানক হামলা চালিয়েছে ছাত্রলীগ ও পুলিশ বাহিনী। এসব হামলায় এখন পর্যন্ত রংপুরে একজন ছাত্র, চট্টগ্রামে একজন ছাত্র ও আরেকজন পথচারী এবং ঢাকায় একজন অজ্ঞাত পরিচয়ের যুবক নিহত হয়েছেন। এছাড়াও এসব হামলায় গুলিবিদ্ধসহ অন্যান্য উপায়ে আহত হয়েছেন অসংখ্য শিক্ষার্থী।

জানা যায়, আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। তখন শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছোড়ে একজন ছাত্রকে হত্যা করেছে।
নিহত ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

অন্যদিকে আজ বিকেলে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় ছাত্রলীগের হামলায় দুই জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং অপরজন পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

একইভাবে ঢাকা কলেজের বিপরীত পাশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা হয়েছে। এসময় একজন অজ্ঞাতনামা যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও পুলিশ যৌথভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। এসব হামলায় অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।


তথ্যসূত্র:
১. পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত – https://tinyurl.com/2s3ds9vv
২. চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ২ – https://tinyurl.com/mr9vmt85
৩. ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত ১ – https://tinyurl.com/29a89nkc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মিরে স্বাধীনতাকামীদের হামলায় ৪ দখলদার সেনা নিহত
পরবর্তী নিবন্ধএবার ঢাবি শিক্ষার্থীদের রাজাকার বললো জাফর ইকবাল