ঢাবির ছাত্র-ছাত্রীদের দেখলেই রাজাকার মনে হবে বলে মন্তব্য করেছে জাফর ইকবাল।
সে ‘সাদাসিধে কথা’ নামে নিজের একটি ওয়েবসাইটে এমন কথা লিখেছে। তার নিজ হাতে লেখা চিরকুটের ছবি ওই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
জাফর ইকবাল লিখেছে, “ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার। ”
সে আরও লিখেছে, “আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নূতন করে রাজাকারদের দেখতে হবে?”
তথ্যসূত্র:
১. ঢাবির ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার: জাফর ইকবাল – https://tinyurl.com/mrxn6xst