ভারতের মহারাষ্ট্রে হিন্দুত্ববাদী জনতার তাণ্ডব; মসজিদ,বাড়িঘর ভাংচুর

0
298

১৪ জুলাই, রবিবার মহারাষ্ট্রের কোলহাপুর জেলার গাজাপুর গ্রামে বিশালগড় ফোর্টে একটি সমাবেশের হিন্দুত্ববাদী জনতা তাণ্ডব চালিয়ে মুসলমানদের মসজিদ, বাড়িঘর এবং দোকান ভাংচুর করেছে৷

রবিবার সকাল ৯ টার দিকে সমাবেশের পরে সম্ভাজিরাজের দুর্গে আসার সময় সমর্থকরা মসজিদে পাথর ছুঁড়তে শুরু করে এবং আশেপাশের স্থানীয় মুসলিম বাসিন্দাদের উপর হামলা চালায়।

গাজাপুরের বাসিন্দা ইমরান মুজাওয়ার, যার বাড়িতেও হামলা হয়েছিল, বলেছেন যে, জনতা এলাকায় পৌঁছলে বাসিন্দারা তাদের জীবন রক্ষার জন্য তাদের বাড়িঘর ছেড়ে পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায়। এ সময় বাড়িঘর লুট করা হয় এবং তাদের গহনাও চুরি করা হয়। তাদের তান্ডবে প্রায় ৫০-৬০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে”।

মুজাওয়ার আরো বলেন,“গাজাপুরের সব বাসিন্দাই মুসলমান। তাদের বাড়িঘর ও সম্পত্তি লক্ষ্যবস্তু করা হয়। গজাপুরের সামনে হিন্দুদের বাড়ি আছে। তাদের স্পর্শ করা হয়নি। শুধুমাত্র মুসলমানদের টার্গেট করা হয়েছিল”।

ঘটনার ভিডিওগুলোতে দেখা গেছে,হামলাটি পুলিশের উপস্থিতিতে ঘটেছে । হিন্দুত্ববাদী জনতাকে থামাতে বিপুল পরিমান পুলিশ মোতায়েনের দাবি সত্ত্বেও হিন্দুত্ববাদীরা মুসলমানদের বাড়িতে হামলা অব্যাহত রাখে। একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেখানে কোনও পুলিশ ছিল না। এ ঘটনায় শিশুসহ অন্তত ৪০ জন মুসলমান হামলার শিকার হয়েছেন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

বিশালগড় থেকে কয়েক কিলোমিটার দূরে গাজাপুর গ্রামের একটি মসজিদেও হামলা চালায় ছত্রপতির সমর্থকরা। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায়, লোকেরা মসজিদের উপরে উঠে গেরুয়া পতাকা উত্তোলন করছে।


তথ্যসূত্র:
1.In Maharashtra, mob, part of former MP’s rally, vandalises mosque, attacks Muslims; no cases registered
– https://tinyurl.com/5a7fanhe
2.Mosque demolished in Maharashtra’s Kolhapur, saffron flag installed atop; Owaisi reacts
– https://tinyurl.com/ywz84ct8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমোগাদিশুতে সামরিক বাহিনীর নাইটক্লাবে শাবাবের ইস্তেশহাদী হামলা
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো ভারতে ফল রপ্তানি করল আফগানিস্তান