প্রথমবারের মতো ভারতে ফল রপ্তানি করল আফগানিস্তান

0
301

প্রথমবারের মতো আফগানিস্তান থেকে ভারতে ফল রপ্তানি করল ইমারতে ইসলামিয়া প্রশাসন। দেশটির মায়দান ওয়ার্দাক প্রদেশ থেকে ফলগুলো রপ্তানি করা হয়েছে। রপ্তানিকৃত ফলের মধ্যে রয়েছে চেরি ফল এবং এপ্রিকেট ফল। এর আগে চলতি মাসের প্রথম দিকে দেশটি থেকে ভারতে পেয়াজ রপ্তানি করা হয়েছিল।

গত ১৫ জুলাই এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বাখতার নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, মায়দান ওয়ার্ফাক প্রদেশের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগের প্রধান মাওলানা মুহাম্মদ ইদ্রিস হানিফ হাফিযাহুল্লাহ জানিয়েছেন, একটি বেসরকারি কোম্পানির সহায়তায় প্রথমবারের মতো চেরি ফল ও এপ্রিকট ফল ভারতে রপ্তানি করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, তারা ভবিষ্যতে আরব দেশগুলোতেও তাজা ফল রপ্তানি শুরু করার পরিকল্পনা করছে।

উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া সরকার আফগানিস্তানের ক্ষমতায় আসার পর কৃষি ও ব্যবসা খাতের উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছিল। এর মধ্যে অন্যতম হল দেশব্যাপী চেকবাঁধ নির্মাণ, বিদ্যমান বৃহৎ সেচবাঁধসমূহ সংস্কার, অবৈধ পপি চাষ নির্মূল, ব্যবসায়ীদের জন্য তহবিল গঠন, নির্দিষ্ট সীমা পর্যন্ত কর অব্যাহতি ইত্যাদি।

ইতোমধ্যেই এইসব সুবিধার ফলাফল প্রতীয়মান হচ্ছে এবং আফগানিস্তান থেকে বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করার ফলে দেশটির রপ্তানি আয় প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।


তথ্যসূত্র:
1. Maidan Wardak’s Fresh Fruits Reach Indian Market for the First Time
– https://tinyurl.com/5n7r6enc
2. First Ever Onion Exports to India Begin from Kunar
– https://tinyurl.com/msawemy
3. Afghanistan Celebrates National Export Day, Reports Significant $2 Billion USD Export Growth
– https://tinyurl.com/362kedev

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের মহারাষ্ট্রে হিন্দুত্ববাদী জনতার তাণ্ডব; মসজিদ,বাড়িঘর ভাংচুর
পরবর্তী নিবন্ধগাজায় কয়েক ঘণ্টার ব্যবধানে ইসরায়েলি হত্যাকাণ্ডে ৬০ ফিলিস্তিনি নিহত