১৭ জুলাই, বুধবার ইসরায়েলি দখলদার সেনাবাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চারটি গণহত্যা চালিয়েছে, যার ফলে ৮১ জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং আরও ১৯৮ জন আহত হয়েছে।
মধ্য গাজা উপত্যকার নুসেইরাত আশ্রয় শিবিরের দক্ষিণে সুন্নাহ মসজিদের পাশে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় ৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
এদিকে,শিবিরের উত্তরে আবদুল্লাহ আজম মসজিদে দখলদারদের বোমা হামলায় দুই বেসামরিক লোক নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে।
নুসেইরাত এলাকায় আল-ইসাউই পরিবারের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং অন্যরা আহত হয়েছে।
এছাড়াও স্থানীয় সূত্র জানিয়েছে যে, অ্যাম্বুলেন্স ক্রুরা রাফাহ শহরের পশ্চিমে তাল আল-সুলতান মহল্লা থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে।
যুদ্ধের সব নীতি ভঙ্গ করে দখলদার ইসরায়েলি বাহিনী গত ১০ দিনে কমপক্ষে ৮টি স্কুলে হামলা চালিয়েছে। এসব স্কুলে আশ্রয় নিয়েছিল হাজার হাজার বাস্তুহারা লোকজন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউেএর প্রধান ফিলিপ লাজারিনি এ তথ্য নিশ্চিত করেছে।
গাজায় নিহতের মোট সংখ্যা পৌঁছে গেছে প্রায় ৩৮ হাজার ৮০০ জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৮৯ হাজারের বেশি ফিলিস্তিনি।
তথ্যসূত্র:
1. Israeli occupation commits four massacres in Gaza over the past 24 hours
– https://tinyurl.com/2p8cbdbj
2. Nine civilians killed and others injured in Israeli airstrikes on Nuseirat refugee camp
– https://tinyurl.com/2dsn3dk2