কেনিয়ায় সামরিক কনভয়ে শাবাবের অতর্কিত আক্রমণে অন্তত ২৯ সেনা হতাহত

0
69
কেনিয়ায় সামরিক কনভয়ে শাবাবের অতর্কিত আক্রমণে অন্তত ২৯ সেনা হতাহত

কেনিয়ান সেনাবাহিনীর একটি সরবরাহ কনভয়ে অতর্কিত হামলার ঘটনায় অন্তত ২৯ সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মান্দিরা রাজ্যে গত ১৩ জুলাই শনিবার, সেনাবাহিনীর একটি সরবরাহ কনভয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিন। সরবরাহ কনভয়টি যখন মান্দিরা রাজ্যের বানসা জেলার উপকন্ঠে এসে পৌঁছে, ঠিক তখনি হারাকাতুশ শাবাবের একদল মুজাহিদ কনভয়টি লক্ষ্য করে ভারী অতর্কিত আক্রমণ চালান।

কনভয়টিতে শাবাব যোদ্ধাদের তীব্র আক্রমণে কেনিয়ান খৃষ্টান সেনাবাহিনীর অন্তত ৯ সৈন্য নিহত এবং অন্য ২০ সৈন্য আহত হয়। সেই সাথে কনভয়টি থেকে আরও ৫ সৈন্য নিখোঁজ হয়। একই সাথে এই অভিযান শেষে হারাকাতুশ শাবাব মুজাহিদিন ঘটনাস্থল থেকে প্রচুর সংখ্যক অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম জব্দ করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএই প্রথমবার ভারতে চেরি ও খুবানি ফল রপ্তানি করল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় ২টি শহরে শাবাবের অভিযানে অন্তত ৯৩ সেনা হতাহত