কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। ২৫ জুলাই বৃহস্পতিবার মধ্যরাত থেকে গভীররাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ‘ব্লক রেইড’ চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দল।
পুলিশ স্থানীয় বাসিন্দাসহ একাধিক সূত্রের বরাতে দ্য ডেইলি ক্যাম্পাস জানিয়েছে, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী ও বাড্ডার বিভিন্ন এলাকায় ব্লক রেইড পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে ঢাকায় শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অর্থাৎ, ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের সাথে বৈঠক শেষে সে এ কথা জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, ঢাকার পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলায় একই নিয়মে শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পরিস্থিতি জানানো হবে বলে জানিয়েছে সে।
এসব এলাকায় বিকাল ৫টা থেকে আবার সান্ধ্য আইন বলবৎ হবে। দেশের অন্য জেলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।
তথ্যসূত্র:
১. গভীররাতে রাজধানীর একাধিক এলাকায় ‘ব্লক রেইড’
– https://tinyurl.com/ydhtvtxe