গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত

0
19
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার একটি স্কুলে বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৩০ জন প্রাণ হারিয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এই স্কুলে আশ্রয় নিয়েছিলেন। ২৭ জুলাই, শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য ও দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের কাছে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটে। ওই স্কুলে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দেইর আল-বালাহ শহরের খাদিজা স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ওই স্কুলে হামলায় নিহতদের মধ্যে ১৫ জন শিশু ও আটজন নারী রয়েছেন এবং আরও ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ফুটেজে দেখা গেছে নিহতরা বেসামরিক নাগরিক এবং তাদের বেশিরভাগই শিশু। বিবিসি একটি ভিডিও যাচাই করেছে, যেখানে আহতদের মধ্যে শিশুরাও রয়েছে।

গাজার সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, স্কুলটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছে, স্কুলটি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এমন খবর মিথ্যা এবং ‘বাস্তুচ্যুত, অসুস্থ এবং আহত মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু’ তারা এই হামলায় নিহত হয়েছেন।

মোস্তফা রাফাতি নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণে তার শরীর কেঁপে ওঠে এবং তিনি পড়ে যান। ভয় পেয়ে তিনি স্কুলটির ভেতরে দৌড়ে গিয়ে আশ্রয় নেন এবং সেখানে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ পড়ে থাকার মতো ‘ভয়ঙ্কর দৃশ্য’ দেখতে পান। তিনি বলেন, ‘আমি বিস্মিত হয়ে গেছি।’

বিবিসি বলছে, ঘটনাস্থল থেকে যাচাইকৃত ভিডিওতে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে। ভিডিওতে লোকজনকে ধ্বংসস্তূপে আবৃত কম্পাউন্ডের চারপাশে দৌড়াতে দেখা গিয়েছে। পুরুষরা তাদের হাতে করে দুটি রক্তাক্ত শিশুকে বহন করছে। এছাড়া আহত ব্যক্তিকে স্ট্রেচারে নিয়ে যাওয়ার পাশাপাশি কম্বলে ঢেকে মাটিতে লাশ পড়ে থাকতেও দেখা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল থেকে দেইর আল-বালাহ এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি সামরিক বহিনীর বোমা হামলায় ৫৩ জন নিহত ও আরও ১৮৯ জন আহত হয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় চলমান আগ্রাসনে প্রায় ৩৯ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আরও ৯০ হাজারেরও বেশি মানুষ এই বর্বর আগ্রাসনে আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. Israeli strike on Gaza school killed 30 – health ministry
– https://tinyurl.com/5n8fwy7d
2. At least 30 dead in Gaza school airstrike, Israel says targeted militants
– https://tinyurl.com/4tazjnyt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় ৩টি সেনা ঘাঁটিতে একযোগে আশ-শাবাবের অভিযান
পরবর্তী নিবন্ধগভীররাতে ঢাকায় ‘ব্লক রেইড’ চালাচ্ছে পুলিশ